মঙ্গলবার, ১৩ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সাংবাদিকদের স্নাতক হওয়ার বাধ্যবাধকতায় সাংবিধানিক অধিকার খর্ব হবে’ *** বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে *** শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই *** বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান *** ইরানের সরকার স্বীকার করল নিহত ২০০০—বেসরকারি সূত্রমতে ১২০০০ *** প্রবাসীদের সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল *** শিক্ষার্থীদের চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা *** দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা *** জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

ইরান-ইসরায়েল সংঘাতে কাকে সমর্থন দিচ্ছে ভারত?

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ১৬ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার পর বিশ্বের অনেক দেশই ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে। কিন্তু ইরানের সঙ্গে কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক থাকার পরও ভারত তেহরানের পাশে দাঁড়ায়নি। বরং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ইসরায়েলি হামলার নিন্দা থেকে ভারত নিজেদের দূরে রেখেছে।

ভারতের সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ গভীর হয়েছে। বর্তমানে ইসরায়েল ভারতের অন্যতম শীর্ষ প্রতিরক্ষা সামগ্রী সরবরাহকারী দেশ। ইসরায়েল থেকে ভারত ড্রোন, রাডার সিস্টেম এবং বারাক-৮ এর মতো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি পেয়ে থাকে।

এ ছাড়া দুই দেশ সন্ত্রাস দমন, যৌথ সামরিক মহড়া এবং প্রতিরক্ষা উদ্ভাবনে একসঙ্গে কাজ করে। এ কারণে ভারতের জাতীয় নিরাপত্তা কাঠামোর মধ্যে ইসরায়েল একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচিত। খবর ইন্ডিয়া টুডে ও আল-জাজিরার।

অন্যদিকে ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক মূলত ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন দ্বারা প্রভাবিত। ভারতের জ্বালানি ও বাণিজ্য সুরক্ষায় ইরানের ভূমিকা অপরিসীম। ভারতের বিনিয়োগে গড়ে ওঠা চাবাহার বন্দর আফগানিস্তান ও মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল, যা পাকিস্তানকে এড়িয়ে চলার সুযোগ করে দেয়।

যদিও দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সহযোগিতা সীমিত, তবুও ভারত ও ইরান আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা এবং জলদস্যু বিরোধী অভিযানে যৌথভাবে কাজ করেছে।

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত ভারতের জন্য একটি জটিল বৈদেশিক নীতি চ্যালেঞ্জ তৈরি করেছে। ভারত সরকার উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং কূটনৈতিক আলোচনার ওপর জোর দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইসরায়েল ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। তিনি বৈশ্বিক উদ্বেগগুলো তুলে ধরেছেন এবং সংলাপে ফেরার জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

সর্বশেষ ভারত সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যে নিন্দা প্রস্তাব এনেছে, তাতে সমর্থন দেওয়া থেকে বিরত থেকেছে। ফলে ভারত প্রকাশ্যভাবে ইরানকে সমর্থন না দিলেও এসসিও-এর নিন্দা প্রস্তাব থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় ইসরায়েলি হামলার নিন্দা জানানোর ক্ষেত্রে সংস্থাটির প্রভাব কমে গেছে।

এসসিও’র বিবৃতি থেকে নিজেদের দূরে সরিয়ে নেওয়ার আগের দিন ভারত গাজায় ‘অবিলম্বে, শর্তহীন এবং স্থায়ী’ যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা একটি প্রস্তাবনায় ভোট দেওয়া থেকে বিরত থাকে। এসব বিষয় মূলত পরোক্ষভাবেই ইসরায়েলের পক্ষে দাঁড়ানো। কারণ, উভয় ক্ষেত্রেই ইসরায়েল আগ্রাসনকারী।

দিল্লিভিত্তিক থিংক ট্যাংক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের স্ট্র্যাটেজিক স্টাডিজ প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর কবির তানেজার কাছে জাতিসংঘে ভারতের এ অবস্থান বিভ্রান্তিকর মনে হয়েছে। তিনি মনে করেন, এটি আমেরিকার সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় রাখার আকাঙ্ক্ষা দিয়ে প্রভাবিত হতে পারে।

তানেজার মতে, ভারত ওয়াশিংটনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির কাছাকাছি। জুলাইয়ের শুরুতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৭ শতাংশ শুল্ক তুলে নেওয়ার হুমকির আগেই ভারত চুক্তিটি সম্পন্ন করতে চাইছে। তিনি আরও বলেন, জাতীয় স্বার্থ ছাড়াও ইসরায়েল-ইরান উত্তেজনা নিয়ে এসসিও থেকে ভারতের এ সরে আসা ‘এসসিও-এর গাঠনিক কাঠামোতে টানাপোড়েনকেই প্রতিফলিত করে এ সংগঠনে ভারত কিছুটা অনাহূত।’

তানেজা বলেন, চীন ও রাশিয়া ইরানের ঘনিষ্ঠ হলেও আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্কের কারণে ‘এসসিও-এর নির্দিষ্ট শব্দ এবং বিবৃতিতে ভারতের স্বাক্ষর করা খুবই কঠিন হতো।’

এইচ.এস/

ইরান-ইসরায়েল সংকট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সাংবাদিকদের স্নাতক হওয়ার বাধ্যবাধকতায় সাংবিধানিক অধিকার খর্ব হবে’

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৬

বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৬

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৬

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৬

ইরানের সরকার স্বীকার করল নিহত ২০০০—বেসরকারি সূত্রমতে ১২০০০

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৬

Footer Up 970x250