বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত *** শিক্ষকের বিকল্প হবে চ্যাটজিপিটি *** শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল *** পিআর পদ্ধতিতে হবে ১০০ সংসদীয় আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত *** কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা

ইরানি হামলার ছবি প্রচার না করতে বিদেশি গণমাধ্যমকে চাপ ইসরায়েলি মন্ত্রীদের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ২০শে জুন ২০২৫

#

ইসরায়েলি মন্ত্রী বেন গভির ও শ্লোমো কারনি। ছবি: সংগৃহীত

ইসরায়েলের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার স্থানগুলো বিদেশি গণমাধ্যমে দেখানো নিয়ে চরম ডানপন্থী নেতারা গণমাধ্যমগুলোর ওপর চাপ বাড়াচ্ছেন। এসব সম্প্রচারের কারণে এখন গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে গণমাধ্যমগুলোকে তদন্তের মুখোমুখি করার হুমকি দেওয়া হচ্ছে। গণমাধ্যমগুলো যেন ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত স্থান বেশি না দেখায়, তা নিশ্চিত করতেই এ চাপ দিচ্ছেন ইসরায়েলি মন্ত্রীরা।

আমেরিকার সম্প্রচারমাধ্যম সিএনএন—এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের ভারপ্রাপ্ত প্রধানকে চিঠি দিয়ে অভিযোগ করেন, কিছু বিদেশি গণমাধ্যম সেন্সরশিপের নির্দেশনা লঙ্ঘন করছে এবং সরাসরি সম্প্রচারের মাধ্যমে ‘গুরুতর জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত অপরাধ’ করছে।

চিঠিতে বেন গভির বলেন, ‘ (ইরানি) ক্ষেপণাস্ত্র হামলার স্থান থেকে সরাসরি সম্প্রচারের এ বেপরোয়া, বিপজ্জনক আচরণ বন্ধে শিন বেত যেন ব্যবস্থা নেয়, আমি সে আহ্বান জানাচ্ছি।’

এ ইস্যুতে বেন গভিরের অবস্থানের কড়া সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ। আজ শুক্রবার (২০শে জুন) তিনি বলেন, ‘সংবাদ কাভারেজে সামগ্রিক নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত বাস্তবে কার্যকর করা সম্ভব নয়। কারণ, এখন সবার হাতেই ক্যামেরাযুক্ত মোবাইল ফোন আছে। বরং, এটি শুধু অপ্রয়োজনীয়ভাবে বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতি যে সমর্থন তৈরি হয়েছে, তা ক্ষুণ্ন করছে—যা আমরা ন্যায়সঙ্গত যুদ্ধে অর্জন করেছি।’

ইসরায়েলে সাংবাদিকরা সেন্সরশিপ আইনের আওতায় কাজ করেন। অনেক সময় সামরিক সেন্সর বোর্ডের কাছে তাদের তোলা ফুটেজ জমা দিতে হয়। এক যৌথ বিবৃতিতে বেন গভিরের সঙ্গে দেশটির চরম ডানপন্থী যোগাযোগমন্ত্রী শ্লোমো কারনি বলেন, ‘ইসরায়েলে কর্মরত বিদেশি সংবাদমাধ্যমগুলো সেন্সরশিপের নির্দেশনা লঙ্ঘন করছে।’

ইসরায়েলি মন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন