শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

এবারের ঈদের সাজ-পোশাক

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৯ পূর্বাহ্ন, ২৭শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

চলছে পবিত্র রমজান মাস। আর কয়েকদিন পরেই ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ। সেই আনন্দে বাড়তি মাত্রা যোগ করে পছন্দের পোশাক। ফ্যাশনের বিশাল এই বাজারে পছন্দের পোশাক খুঁজে পেতে ঘুরতে হয় মার্কেট বা শপিং মলে। এরই মধ্যে জমে উঠেছে রাজধানীসহ দেশের বিভিন্ন ঈদের বাজার। মার্কেটে যাওয়ার আগে নানা রকম পরিকল্পনা ও জিজ্ঞাসা থাকে সবার। চোখ-কান খোলা রেখে পছন্দের পোশাক খুঁজে নিতে পারেন নিজেই।


‘লা রিভ’ এর ঈদ কালেকশনে মসলিন, সিল্কের পাশাপাশি ক্রেপ, সিল্ক ও ভিসকোস-ব্লেন্ড, অরগাঞ্জা, ভিসকোস, ফেইলি, স্ট্রেচড্-ফেইলি, প্রিমিয়াম কটন, জর্জেট, ক্রেপ জর্জেট, রামি ও স্লাব কটন কাপড় ব্যবহার করা হয়েছে। কারচুপি, এমব্রয়ডারি, স্ক্যালোপ, কাটওয়ার্ক, লেজার কাট, প্যাচওয়ার্ক, ফয়েল প্রিন্টের রুচিশীল ব্যবহার পোশাকগুলোতে উৎসবের আমেজ নিয়ে এসেছে। প্রিন্ট স্টোরিতে প্রাধান্য পেয়েছে টার্কিশ মোটিফ ও ইসলামিক প্যাটার্ন। পাশাপাশি পপ-অন কালারে ফ্যান্টাসি, বর্ডার প্রিন্ট হাইলাইট করা কার্টুন ও সাররিয়েল ফ্লোরাল নামে ৩ ধরনের ফ্লোরাল প্রিন্ট দেখা যাবে।

নারীদের জন্য থাকছে এথনিক ও ক্যাজুয়াল পার্টি পোশাক। সব ধরনের অনুষ্ঠান উপযোগী সংগ্রহ থাকছে এখানে। লা রিভ এবার নিয়ে এসেছে ট্রেন্ডি কো-অর্ড সেট, শ্রাগ-স্টাইল টিউনিক, মিডি টিউনিক, টপস, শার্ট, কেপ, কামিজ, সালোয়ার কামিজ, গাউন, মসলিন, হাফ-সিল্ক ও সুতির শাড়ির দারুণ সব স্টাইল। তাদের এক্সক্লুসিভ কালেকশনে পাওয়া যাবে নার্গিসাসের মসলিনের শ্রাগ ও গাউন কম্বো, স্কার্ট-কামিজ সেট, কেপ-স্টাইল টপ, লেয়ার্ড-লং টিউনিক, ফ্লেয়ার্ড ও কাফতান-কাট টিউনিক, সালোয়ার কামিজসহ অভিজাত সব পার্টি পোশাক।

আরো পড়ুন : অনলাইনে ঈদের কেনাকাটায় যেসব ভুল করবেন না

ছেলেদের জন্য আছে প্ল্যাকেটে মিনিমাল ও ভারি কাজ করা পাঞ্জাবি, শার্ট, পোলো, টি-শার্ট এবং ডেনিম ও প্যান্ট পাজামা। ফ্যাশন-ফরোয়ার্ড টিনদের জন্য আছে বয়স উপযোগী উৎসবের পোশাক। কিডস কালেকশনে পাওয়া যাবে সালোয়ার কামিজ, ঘাগরা-চোলি, ফ্রক, টিউনিক, টপ-বটম সেট, পাঞ্জাবি, পোলো ও টি-শার্ট সহ ম্যাচিং বটমসের কালেকশন। ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিতে থাকছে বাবা-ছেলে ও মা-মেয়ের ম্যাচিং মিনি-মি কালেকশন। পরিবারের নতুন সদস্যদের জন্য নিউ-বর্ন কালেকশনেও থাকছে ঈদ-উপযোগী পোশাক।


‘তাভাস এবং ডিমান্ড’ এবার ঈদের সংগ্রহে নিয়ে এসেছে সব বয়সীর জন্য বিভিন্ন পোশাক। এবারের ঈদ অনেকটা সামার কেন্দ্রিক। তাই গরমের কথা মাথায় রেখে ঈদ কালেকশনের এবারের থিম সমুদ্র এবং রৌদ্রজ্জ্বল আবহ থেকে অনুপ্রাণিত হওয়া। সেখান থেকেই বিভিন্ন মোটিফ, প্যাটার্ন নির্ধারণ করা হয়েছে। স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারির কাজ, জিওমেট্রিক, ট্র্যাডিশনাল, ফ্লোরাল এমন অনেক কিছুই আছে তাভাস এবং ডিমান্ডের ঈদ আয়োজনে। লাইন, সিমেট্রিক, এসিমেট্রিক নিয়ে বিভিন্ন কাজ থাকছে পোশাকগুলোর প্যাটার্নে। এ ছাড়া কালারের ক্ষেত্রে ভাইব্রেন্ট রাখা হয়েছে।

নারীদের জন্য তাভাস এনেছে সিঙ্গেল পিস কামিজ, লন থ্রি পিস, আকর্ষণীয় পার্টি থ্রি পিস, এথনিক কুর্তি, ফ্যাশন টপস, কাফতান ইত্যাদি। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, কাবলি সেট, সিঙ্গেল পিস কাবলি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, ফতুয়া, কাতুয়া, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, পায়জামা ইত্যাদি। ছেলেশিশুদের শার্ট বা ফতুয়ায় প্রাধান্য পাচ্ছে শর্ট স্লিভ ও ফুল স্লিভ। লং প্যান্টের পাশাপাশি আছে কোয়ার্টার প্যান্ট। সাদা পাঞ্জাবির পাশাপাশি ভাইব্রেন্ট কালারেরও পাঞ্জাবি থাকছে। অন্যদিকে আছে পাঞ্জাবি, কাতুয়া, লং ও শর্ট স্লিভ শার্ট, পলো টি-শার্ট, ফ্যাশনেবল শার্ট-প্যান্ট সেট, বয়েজ কার্গো ইত্যাদি। আছে বাবা-ছেলের পাঞ্জাবি ও কাবলির মিনিমি। বিশেষ আয়োজনের মধ্যে থাকছে ফুল ফ্যামিলি (বাবা-ছেলে-মা-মেয়ে) একই ডিজাইনের পোশাক।

প্রকৃতি ও ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে এবারের ঈদে সুতিসহ আরামদায়ক কাপড়ে তৈরি এসব পোশাকের কাটিং ও প্যাটার্নে রয়েছে বৈচিত্র্য। পাশাপাশি থাকছে ফেব্রিক্স ও ট্রেন্ডের ভিন্নতাও। এসব পোশাকে ব্যবহার করা হয়েছে কটন, ভিসকস, শার্টিন, নেট, ডেনিম ও টুইল ফেব্রিক্স, জ্যাকার্ড কটন, ডবি কটন, জর্জেট, সিল্ক ইত্যাদি। আকার, ডিজাইন ও প্যাটার্নের ভিন্নতার দিক বিবেচনা করে এসব পোশাকের মূল্য নির্ধারণ করা হয়েছে। ক্রেতারা এসব পোশাক পেয়ে যাবেন ৫০০ থেকে ৫ হাজার টাকার মধ্যে। পাশাপাশি এক্সক্লুসিভ পাঞ্জাবি থাকছে মূল আকর্ষণ।

ফ্যাশন হাউজ ‘মেঘ’ এবার এনেছে বড়দের ও ছোটদের রকমারি পোশাক। এসব পোশাকের মধ্যে আছে ছেলেদের পাঞ্জাবি, টি-শার্ট, নারীদের সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, আনস্টিচ ও ছোটদের ফতুয়া, পাঞ্জাবি, ফ্রক ও টি-শার্ট। এছাড়া পরিবারের সবার ও কাপলদের জন্য আছে একই রং ও নকশার পোশাক। খুচরার পাশাপাশি পাইকারি কেনা যাবে এসব পোশাক। ঘরে বসে অনলাইনেও কেনা যাবে।