ছবি: সংগৃহীত
আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালে দেরাদুনে ২৩৬ রানের জুটি গড়েছিলেন উসমান গনি ও হজরতউল্লাহ জাজাই।পাঁচ বছরও টিকল না তাদের রেকর্ড। এই রেকর্ড ভেঙে দিয়ে নতুন এক বিশ্বরেকর্ডের জন্ম দিয়েছেন জাপানের দুই ওপেনার লাচলান ইয়ামামোতো-লেক ও কেন্ডেল কাদোয়াকি- ফ্লেমিং।
হংকংয়ে মং ককে চলমান পূর্ব এশিয়া কাপে চীনের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নেয় জাপান। কোনো উইকেট না হারিয়ে ২৫৮ রান যোগ করে তারা। ওপেনিং তো বটেই যেকোনো উইকেটে টি-টোয়েন্টি ইতিহাসে তা সর্বোচ্চ রানের জুটি।
আরো পড়ুন: সাকিবকে টপকে ওয়ানডে সেরা অলরাউন্ডার নবী
ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত অপ্রতিরোধ্য থাকেন দুই ওপেনার। দুজনেই দেখা পান সেঞ্চুরির। ৬৮ বলে ৮ চার ও ১২ ছক্কায় ১৩৪ রানে অপরাজিত থাকেন লাচলান। এটিই তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়ে ৫৩ বলে ৩ চার ও ১১ ছক্কায় অধিনায়ক ফ্লেমিং অপরাজিত ছিলেন ১০৯ রানে।
রানপাহাড়ের জবাব দিতে নেমে মাত্র ৭৮ রানেই গুটিয়ে যায় চীন। তাতে ১৮০ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।
এইচআ/