শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ *** হিজাব নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস *** ‘জুলাই যোদ্ধা’ নামে ফ্যাসিস্ট বাহিনী বিশৃঙ্খলা করেছে: সালাহউদ্দিন *** শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক *** ৯ নম্বর, সহজেই সমাধান করা যাবে: পাকিস্তান-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প *** ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা *** ত্রিপুরায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশিকে ‘চোরাকারবারি’ বলল ভারত

স্বামী চেয়ে বিজ্ঞাপন, বেতন হতে হবে কোটি টাকা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ৫ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

ভারতের ৩৭ বছর বয়সী এক নারী নিজের জন্য পাত্র খুঁজছেন। তার হবু বরের যোগ্যতার মাপকাঠিও তিনি নির্ধারণ করে দিয়েছেন। এ নিয়ে নেটিজেনদের নেট দুনিয়া তোলপাড়। কারণ, ওই নারী আকাশকুসুম চাহিদাপত্র দিয়েছেন বলে আলোচনা হচ্ছে। এ সংক্রান্ত একটি পোস্ট ইতিমধ্যে ভাইরাল।

ভরতের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আমবার নামের একজন ‘এক্স’-এ একটি স্ক্রিনশট পোস্ট করেছেন। মূল লেখাটি মারাঠি ভাষায়। তা ইংরেজিতে অনুবাদ করা হয়েছে।

তাতে দেখা যায়, এক তরুণী স্বামী খুঁজছেন। তবে তার স্বামী হতে হলে বার্ষিক বেতন হতে হবে কোটি টাকা। তাও যেনতেন চাকরি হলে হবে না। তিনি চিকিৎসক বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অগ্রাধিকার দেবেন। এ ছাড়া মুম্বাইয়ে বাড়ি বা ব্যবসা থাকার কথাও ওই নারী উল্লেখ করেন।

আরো পড়ুন : অদ্ভুত গাছের দেখা মিলল ভারতে!

ওই পোস্টে নারী নিজের বিষয়েও তথ্য তুলে ধরেছেন। সে হিসেবে, বছরে তার আয় চার লাখের কাছাকাছি।

২রা এপ্রিল পোস্টটি করা হয়। তা এরই মধ্যে ৭৪ হাজার ভিউ হয়েছে। অসংখ্য মানুষ পক্ষে-বিপক্ষে কমেন্ট করছেন।

কেউ কেউ লিখেছেন, প্রত্যেকের নিজের জীবনসঙ্গী নিজের মতো করে খুঁজে নেওয়ার অধিকার আছে। তেমনি পুরুষদেরও অধিকার আছে ওই নারীকে পাত্তা না দেওয়ার। তাই বিষয়টি খারাপভাবে দেখার সুযোগ নেই।

অনেকে বলেছেন, ভারতে গুটিকয়েক ব্যক্তি কোটি টাকা বেতন পান। সুতরাং ৩৭ বছর বয়সে এমন স্বামী পাওয়া প্রায় অসম্ভব।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এস/ আই.কে.জে/ 


বিয়ে স্বামী বিজ্ঞাপন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250