ছবি : সংগৃহীত
ভারতের ৩৭ বছর বয়সী এক নারী নিজের জন্য পাত্র খুঁজছেন। তার হবু বরের যোগ্যতার মাপকাঠিও তিনি নির্ধারণ করে দিয়েছেন। এ নিয়ে নেটিজেনদের নেট দুনিয়া তোলপাড়। কারণ, ওই নারী আকাশকুসুম চাহিদাপত্র দিয়েছেন বলে আলোচনা হচ্ছে। এ সংক্রান্ত একটি পোস্ট ইতিমধ্যে ভাইরাল।
ভরতের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আমবার নামের একজন ‘এক্স’-এ একটি স্ক্রিনশট পোস্ট করেছেন। মূল লেখাটি মারাঠি ভাষায়। তা ইংরেজিতে অনুবাদ করা হয়েছে।
তাতে দেখা যায়, এক তরুণী স্বামী খুঁজছেন। তবে তার স্বামী হতে হলে বার্ষিক বেতন হতে হবে কোটি টাকা। তাও যেনতেন চাকরি হলে হবে না। তিনি চিকিৎসক বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অগ্রাধিকার দেবেন। এ ছাড়া মুম্বাইয়ে বাড়ি বা ব্যবসা থাকার কথাও ওই নারী উল্লেখ করেন।
আরো পড়ুন : অদ্ভুত গাছের দেখা মিলল ভারতে!
ওই পোস্টে নারী নিজের বিষয়েও তথ্য তুলে ধরেছেন। সে হিসেবে, বছরে তার আয় চার লাখের কাছাকাছি।
২রা এপ্রিল পোস্টটি করা হয়। তা এরই মধ্যে ৭৪ হাজার ভিউ হয়েছে। অসংখ্য মানুষ পক্ষে-বিপক্ষে কমেন্ট করছেন।
কেউ কেউ লিখেছেন, প্রত্যেকের নিজের জীবনসঙ্গী নিজের মতো করে খুঁজে নেওয়ার অধিকার আছে। তেমনি পুরুষদেরও অধিকার আছে ওই নারীকে পাত্তা না দেওয়ার। তাই বিষয়টি খারাপভাবে দেখার সুযোগ নেই।
অনেকে বলেছেন, ভারতে গুটিকয়েক ব্যক্তি কোটি টাকা বেতন পান। সুতরাং ৩৭ বছর বয়সে এমন স্বামী পাওয়া প্রায় অসম্ভব।
সূত্র : হিন্দুস্তান টাইমস
এস/ আই.কে.জে/