রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মসুর ডালের কাবাবের রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিভিন্ন উৎসব থেকে শুরু করে ঘরোয়া অনুষ্ঠান সবখানেই পাতে কাবাব না থাকলে অনেকেরই চলে না। সব সময় তো মাংসের কাবাবই খান, এবার না হয় রুচি পাল্টাতে স্বাদ নিন মসুর ডালের কাবাবের। জেনে নিন মুখোরোচক এই কাবাবের রেসিপি-

উপকরণ

১. মুসুর ডাল ১ কাপ

২. লবণ সামান্য

৩. আদা-রসুন বাটা আধা চা চামচ

৪. তেজপাতা ১টি

৫. হলুদ গুঁড়া আধা চা চামচ

৬. পেঁয়াজ মিহি কুচি ১ কাপ

৭. কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ

৮. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ

৯. ঘি ১ চা চামচ

আরো পড়ুন : কলার মোচার সুস্বাদু ভর্তার রেসিপি

১০. টমেটে সস ২ চা চামচ

১১. কাবাব মসলা ১ টেবিল চামচ

১২. ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ

১৩. লাল মরিচের গুঁড়া আধা চা চামচ

১৪. লবণ স্বাদমতো

১৫. সয়াসস ১ চা চামচ

১৬. ব্রেড ক্রামস ১ কাপ ও

১৭. ডিম ১টি।

পদ্ধতি

ডাল ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিন। ডাল সেদ্ধ করার সময় লবণ, আদা-রসুন বাটা ও তেজপাতা মিশিয়ে দিন। তারপর ডাল সেদ্ধ হলে তেজপাতা উঠিয়ে নিন। এবার সেদ্ধ ডাল ভালো করে মেখে নিন।

৫-১৬নং পর্যন্ত সবগুলো উপকরণ মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর হাতে সামান্য তেল মেখে অল্প অল্প করে ডালের মিশ্রণ নিয়ে কাবাব তৈরি করে নিন।

ডিম দিয়ে মাখানোর পর কাবাব দ্রুত ভেজে ফেলতে হবে। এবার গরম তেলে অল্প অল্প করে কাবাব দিয়ে (৩/৪টি করে) গাঢ় বাদামিরঙা করে ভেজে তুলতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে মসুর ডালের কাবাব।

কাবাবগুলো ডুবো তেলেই ভাজতে হবে। এই কাবাব বানাতে কোনো কিছুই মেপে নেয়ার প্রয়োজন হয় না। আন্দাজমতো সব নিলেই হয়ে যাবে।

এস/ আই.কে.জে/

মসুর ডালের কাবাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন