বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

বিধ্বস্ত গাজায় ১০টি মসজিদ নির্মাণ করবে ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৬ পূর্বাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার মসজিদ কাউন্সিল ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিনি জনগণের সাথে সংহতির নিদর্শন হিসাবে গাজা উপত্যকায় ১০টি মসজিদ নির্মাণের পরিকল্পনা করছে।

ডিএমআইর সভাপতি ইউসেফ কালা এক বিবৃতিতে বলেন,  বিধ্বস্ত গাজা উপত্যকায় ১০টি মসজিদ নির্মাণের উদ্যোগটি দীর্ঘস্থায়ী সংঘাতে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি সহানুভূতি প্রকাশের একটি উপায়। তিনি আশা প্রকাশ করেন, গাজার শরণার্থী শিবিরে নির্মিত কিছু মসজিদ আসন্ন রমজান থেকেই উদ্বোধন করা হবে। এ লক্ষ্যে হামাসের প্রতিনিধিদের সাথে সরাসরি যোগাযোগ চালাচ্ছেন তিনি। যাতে কর্মসূচির সুষ্ঠুভাবে বাস্তবায়ন নিশ্চিত করা যায়।

কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি ফিলিস্তিনি জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও এটি স্থায়ী শান্তির জন্য নতুন আশার বাতি জ্বালতে সক্ষম হবে। গত ১৫ মাসে ইসরায়েলের নৃশংস হামলার ফলে গাজা উপত্যকার গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের পাশাপাশি অনেক মসজিদ ও গীর্জাসহ উপাসনালয় মাটির সঙ্গে মিশে গেছে।

আন্তর্জাতিক আইন অনুসারে, মসজিদে হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হয়। অথচ গাজায় ২০০টিরও বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮৮০টিরও বেশি মসজিদ ও তিনটি গির্জা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। যার মধ্যে ১০০০ বছরেরও বেশি পুরনো মসজিদ আছে। এমন পরিস্থিতিতে, ইন্দোনেশিয়ার এ উদ্যোগ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও সহানুভূতির একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে।  

ওআ/ আই.কে.জে/

মসজিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন