ছবি : সংগৃহীত
দেশে তীব্র তাপদাহ চলছে। সারা দেশে হিট অ্যালার্টও জারি করেছে আবহাওয়া অধিদফতর। এই গরমে শরীর ঠান্ডা ও সুস্থ রাখাটাই যেন বড় চ্যালেঞ্জ। তীব্র গরমে ঢাকাসহ সারা দেশের মানুষ হাঁসফাঁস করছে। এমন অবস্থার জন্য পর্যাপ্ত গাছপালা ও বনায়ন না থাকাকে দায়ী করছেন অনেকে।
এদিকে শনিবার (২০শে এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।
পোস্টে তিনি জনসাধারণের উদ্দেশে লেখেন, ‘আসুন, আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিই। নিজ নিজ এলাকায় অন্তত ১০টি করে গাছ লাগাই। আর এটাকে একটা ইভেন্টে পরিণত করি। পরিবার-বন্ধুবান্ধব সবাই একসাথে মিলিত হই।’
আরো পড়ুন : ভিডিও ভাইরাল নায়িকা মধু-পরীর!
তিনি আরও বলেন, সেলফি, রিল, টিকটক ট্রেন্ডিংয়ে নিয়ে আসি ‘Save the Environment, Plant Trees’ এই ধরনের কোনো ইভেন্টকে। কেমন হবে বলুন তো?
অভিনেত্রীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভক্তরা। ব্যাপক সাড়া দিয়েছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে লিখেছেন, ‘খুব ভালো উদ্যোগ।’
অন্যদিকে রোববার (২১শে এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন ফুড ব্লডার ও ইউটিউবার ইফতেখার রাফসান।
তিনি লেখেন, ‘আমি এক মিলিয়ন (১০ লাখ) গাছ লাগাতে চাই, আমি আপনাদেরকে শিগগিরই বিস্তারিত জানাব।’ রাফসানের এই পোস্টে নেটিজেনরা মন্তব্য করেছেন, ভালো উদ্যোগ।
এস/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন