শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাকসুতে ভিপি-এজিএসে শিবির, জিএস আধিপত্যবিরোধী ঐক্যের জয় *** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা *** সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে: শিক্ষা উপদেষ্টা *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা

আমেরিকার কোম্পানির তৈরি খাদ্য চীন ও উত্তর কোরিয়ায় রপ্তানি করবে রাশিয়া

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৭ পূর্বাহ্ন, ১১ই জুলাই ২০২৫

#

আমেরিকার মালিকানাধীন কোম্পানি গ্লাভপ্রডুক্ট-এর একটি পণ্য। ছবি: রয়টার্স

জাতীয় খাদ্য নিরাপত্তার কথা বলে জব্দ করা আমেরিকার মালিকানাধীন একটি টিনজাত খাদ্য কোম্পানির পণ্য চীন এবং উত্তর কোরিয়ায় রপ্তানি করে পণ্যটির বিক্রয় বাড়ানোর পরিকল্পনা করেছে রাশিয়া। নথিপত্র পর্যালোচনা করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘গ্লাভপ্রডুক্ট’ রাশিয়ার সবচেয়ে বড় ক্যানজাত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠা করেন আমেরিকার লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী লিওনিদ স্মিরনভ। ২০২৪ সালের অক্টোবর মাসে রাশিয়া প্রতিষ্ঠানটি বাজেয়াপ্ত করে এবং দাবি করে এটি তাদের জাতীয় খাদ্য নিরাপত্তার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।'

তবে নথিপত্রে দেখা গেছে, বাজেয়াপ্ত হওয়ার পর কোম্পানিটির বিক্রি মারাত্মকভাবে কমে গেছে। আবার উৎপাদন একই মাত্রায় থাকায় পণ্য মজুতের চাপে পড়ে কোম্পানিটি নতুন বাজার খুঁজে বেড়াচ্ছে। স্মিরনভ বলেন, ‘তারা বলেছিল দেশের খাদ্য নিরাপত্তা রক্ষা করতে আমার কোম্পানি নিয়েছে। কিন্তু এখন তারা প্রতারণা করছে।’

স্মিরনভ কোম্পানিটি ফিরে পাওয়ার জন্য আদালতে লড়ছেন। আজ ১১ই জুলাই মস্কোর আরবিট্রেশন কোর্টে পরবর্তী শুনানি নির্ধারিত রয়েছে।

রয়টার্সের পাওয়া কৌশলগত নথিপত্র অনুযায়ী, গ্লাভপ্রডুক্ট-এর রাষ্ট্র-নিয়োগপ্রাপ্ত নতুন ব্যবস্থাপনা গত জুন মাসে উত্তর কোরিয়া, মধ্যপ্রাচ্য এবং চীনে রপ্তানির পরিকল্পনা পেশ করেছে। যদিও চীনে তাদের গত বছরের বিক্রির পরিমাণ ছিল মাত্র ১ শতাংশ।

এই সিদ্ধান্ত রাশিয়ার সাম্প্রতিক বাণিজ্য অঞ্চল পরিবর্তনের প্রতিফলন—যেখানে ইউক্রেন আগ্রাসনের পর দেশটি নিষেধাজ্ঞামুক্ত দেশগুলোর দিকে ঝুঁকেছে। অথচ পুতিন সম্প্রতি বলেছেন, তিনি আমেরিকান কোম্পানিকে আবার রাশিয়ায় স্বাগত জানাতে চান। তবে গ্লাভপ্রডুক্ট-এর এই রপ্তানি উদ্যোগ পুতিনের সেই অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক মনে হচ্ছে।

জে.এস/

আমেরিকান প্রতিষ্ঠান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250