রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

আর্সেনালকে ‘এক নম্বর’ বলছেন সালাহ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫০ পূর্বাহ্ন, ৩১শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগে আজ রোববার (৩১শে আগস্ট) রাতে মুখোমুখি হবে দুই শিরোপাপ্রত্যাশী লিভারপুল ও আর্সেনাল। লিগ শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাওয়া ম্যাচটি জেতার জন্য মরিয়া থাকবে দুই দলই।

অ্যানফিল্ডে এ ম্যাচ ঘিরে জমতে শুরু করেছে উত্তাপ। আর্সেনালের মুখোমুখি হওয়া নিয়ে কথা বলেছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। তার মতে, আর্সেনালই লিগ শিরোপা জয়ে ফেবারিট!

মিসরীয় তারকার এ মন্তব্যকে অবশ্য অনেকেই মাঠে নামার আগে ‘মনস্তাত্ত্বিক লড়াই’ হিসেবে দেখছেন। কে জানে ফেবারিট তকমা দিয়ে চাপটা হয়তো মিকেল আরতেতার দলের দিকেই ঠেলে দিতে চাইছেন সালাহ! ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড অবশ্য ব্যাখ্যা করে বলেছেন, কেন তিনি আর্সেনালকে ফেবারিট মনে করছেন।

স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সালাহর কাছে ‘শিরোপাপ্রত্যাশী ফেবারিট’ আর্সেনালের বিপক্ষে ম্যাচটি নিয়ে জানতে চাওয়া হয়েছিল। লিভারপুল তারকার জবাব, ‘হ্যাঁ, অবশ্যই। ওরা ফেবারিট। আমি আগেও কয়েকবার বলেছি, আজও বলছি। এর আগে পিএফএ অ্যাওয়ার্ডসেও বলেছিলাম।’

কেন ফেবারিট—সেই ব্যাখ্যা সালাহ দিয়েছেন এভাবে, ‘ওদের দলটা পাঁচ-ছয় বছর ধরে একসঙ্গে খেলছে। তাই একে অন্যকে ভালো বোঝে। কোচও পাঁচ-ছয় বছর ধরে আছেন। এভাবে দল একসঙ্গে থাকলে খেলা সহজ হয়ে যায়। আমাদের বা ম্যানচেস্টার সিটির মতো দলে বারবার খেলোয়াড় বদলাতে হয়, তাতে (খেলাটা) একটু কঠিন হয়ে পড়ে। যদিও পেপ গার্দিওলার দল সব সময়ই ফেবারিট। কিন্তু আমার মতে, এ বছর আর্সেনালই এক নম্বর।’

আর্সেনাল অবশ্য গত তিন মৌসুমেই লিগ জয়ের দৌড়ে ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনবারই দ্বিতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের। বারবার কাছাকাছি গিয়েও শিরোপা হাতছাড়া করার ধারা থেকে এবার বেরোতে চায় এমিরেটসের ক্লাবটি।

যদিও কাজটা সহজ হবে না। লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও চেলসির মতো দলের কঠিন বাধা পেরিয়েই শিরোপা জিততে হবে আর্সেনালকে।

জে.এস/

মোহাম্মদ সালাহ মোহাম্মদ সালাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250