শনিবার, ২৭শে জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সহিংসতায় আহতদের চিকিৎসা ও আয়ের ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী *** প্রতিটি হামলার ঘটনার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয় : পররাষ্ট্রমন্ত্রী *** সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত *** পুলিশকে টার্গেট করেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান *** শিক্ষার্থীদের রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী *** লাখ লাখ টাকার মুখি কচু বিক্রি হয় যশোরের বাসাবাড়ি হাটে *** বাজারে মানব চেহারার রোবট আনতে চান ইলন মাস্ক *** ভুলের পর ক্ষমা চাওয়া মহৎ গুণ *** লটকন চাষে ভালো আয় করছেন স্কুলশিক্ষক শামছুল আলম *** পুরুষের প্রজনন স্বাস্থ্য ভালো রাখতে করণীয় কী?

ফ্রিজ ছাড়াই মিলবে ঠান্ডা পানি!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ২০শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্তমানে ফ্রিজ ছাড়া জীবনযাপনের কথা চিন্তা করাই কষ্টসাধ্য। তবু এমন অনেক বাড়ি আছে যেখানে ফ্রিজ নেই। এই গরমে ফ্রিজের ঠান্ডা পানি খেলে প্রাণ জুড়িয়ে আসে। তবে বিশেষজ্ঞরা আবার ফ্রিজের ঠান্ডা পানি পান করতে নিষেধ করেন। কারণ এতে ঠান্ডা লাগার পাশাপাশি ওজন বেড়ে যাওয়ার সমস্যাও দেখা দিতে পারে। তাই এমন কিছু উপায় রয়েছে যাতে ফ্রিজ ছাড়াই মিলবে ঠান্ডা পানি!

বাড়িতে ফ্রিজ না থাকলে কীভাবে অন্য উপায়ে ঠান্ডা পানি পাবেন? এক্ষেত্রে আপনার জন্য সহায়ক হতে পারে মাটির কলস। মাটির কলসে যে পানি ঠান্ডা থাকে একথা সবারই থাকা। তবে সবার বাড়িতে মাটির কলসও থাকে না। এক্ষেত্রে ঠান্ডা পানি কীভাবে পাবেন?

ঠান্ডা পানি পাওয়ার জন্য প্রথমে একটি বড় পাত্র পানি দিয়ে ভরে নিতে হবে। তবে খুব বড় পাত্র যদি না থাকে তাহলে বড় বোতল ব্যবহার করতে পারেন।

আরো পড়ুন : কেক নাকি বিস্কুট?

বড় পাত্রে অথবা বোতলে পানি ভরে রাখার পর প্রয়োজন হবে বড় একটি তোয়ালের। এবার তোয়ালে ভিজিয়ে নিয়ে জড়িয়ে রাখুন পানিপূর্ণ পাত্র বা বোতলের গায়ে। খেয়াল রাখবেন, তোয়ালে যেন বেশ ভালো ভেজা থাকে। এভাবে আপনি যখনই কোনো পাত্র ভেজা তোয়ালে দিয়ে ঢেকে রাখবেন তখন তাতে থাকা পানি ঠান্ডা হয়ে থাকবে।

দীর্ঘ সময় পানি ঠান্ডা রাখার জন্য করতে হবে আরেকটি কাজ। তোয়ালে তো সারাক্ষণ ভেজা থাকবে না। ধীরে ধীরে শুকিয়ে আসবে। তখন আবার সেটি ভিজিয়ে নিয়ে পাত্রের গায়ে জড়িয়ে নিতে হবে। এভাবে ভেজা তোয়ালে জড়িয়ে রাখলেই আপনি ফ্রিজ ছাড়াই পেয়ে যাবেন একেবারে ঠান্ডা পানি। এই পানি পান করলে ঠান্ডা লাগা কিংবা ওজন বেড়ে যাওয়ার ভয়ও থাকবে না। তাহলে আজই চেষ্টা করে দেখুন!

এস/ আই.কে.জে/


পানি মাটির কলসি

খবরটি শেয়ার করুন