বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা ‘দলীয় উপদেষ্টা’ আসলে কারা *** জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের *** পুলিশের বলা ‘ত্রিভুজ প্রেমের গল্প’ নিয়ে প্রশ্ন জোবায়েদের শিক্ষকের *** দেশের সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ *** ‘উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযান জরুরি’ *** বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর: নাহিদ *** শুক্র ও শনিবার বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে *** সেন্ট মার্টিন নিয়ে ১২ নির্দেশনা সরকারের, প্রজ্ঞাপন জারি *** সেন্ট মার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা *** ‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে’

জেমসের তৃতীয় স্ত্রী কে এই নামিয়া

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বহু বছর হলো ব্যক্তিগত বিষয়ে আলোচনা-সামলোচনার বাইরে নগরবাউল খ্যাত মাহফুজ আনাম জেমস। সারাবছর গান ও কনসার্ট নিয়েই আলোচনায় থাকেন তিনি। কিন্তু হঠাৎ করেই বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনলেন তিনি।

এমন খবরে তোলপাড় সামাজিক মাধ্যম। নতুন খবরে ভক্ত-সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই দম্পতি। তবে অনেকেই জানতে চাচ্ছেন, জেমসের স্ত্রী কে এই নামিয়া আমিন?

নগরবাউল জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন গণমাধ্যমকে বলেন, ‘জেমসের তৃতীয় স্ত্রীর নাম নামিয়া আনাম। তার বাবা নুরুল আমিন আর মা নাহিদ আমিন। বহু বছর ধরে তারা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। বাবা-মার সঙ্গে যুক্তরাষ্ট্রেই বেড়ে উঠেছেন নামিয়া। সেখানে একজন নৃত্যশিল্পী হিসেবেও তার খ্যাতি রয়েছে।’

জেমসের সঙ্গে সম্পর্কে জড়ানো ও বিয়ের বিষয়ে রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘২০২৩ সালে লস অ্যাঞ্জেলেসে জেমস-নামিয়ার পরিচয়। জেমসের তখন আমেরিকা ট্যুর চলছিল। সেই শো থেকে নামিয়ার সঙ্গে জেমসের সম্পর্ক হয়।'

তিনি বলেন, 'আমেরিকা ট্যুর শেষে জেমস বাংলাদেশে ফিরে আসেন। কিছুদিন যেতেই নামিয়াও বাংলাদেশে ছুটে আসেন। তারপর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। ২০২৪  সালের ১২ই জুন তাদের বিয়ে হয়। এরপর থেকে জেমসের ঢাকার বনানীর বাসাতেই বাস করছেন দুজন।’

রবিনের কথায়, ‘চলতি বছরেই জেমস-নামিয়ার সংসার আলোকিত করেছে আসে পুত্রসন্তান। ৮ই জুন নিয়ইয়র্কের হান্টিং টং হসপিটালে জন্ম নেয় এই দম্পতির প্রথম ছেলে সন্তান জিবরান আনাম।’

নতুন জীবন নিয়ে জেমস বলেন, ‘আল্লার অশেষ কৃপায় ভালো আছি। যতদিন বাঁচি, যেন গান গেয়ে যেতে পারি। দোয়া চাই সবার কাছে। সবাই আমাকে প্রার্থনায় রাখবেন।’

এর আগে চিত্রনায়িকা রথি ও বর্তমানে আমেরিকা প্রবাসী বেনজীরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেমস। ২০১৪ সালে দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদ থেকে আলাদা হয়েছেন।

বেনজীর তাদের একমাত্র কন্যা সন্তান জাহানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ডালাসে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নেন। আর জেমস কোনোভাবেই গান আর দেশ ছাড়বেন না। তখন সমঝোতার ভিত্তিতেই দুজনের ছাড়াছাড়ি হয়।

প্রথম স্ত্রী রথির ঘরে জেমসের এক পুত্র সন্তান দানিশ ও কন্যা জান্নাত রয়েছেন। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে নিজ জীবনে ব্যস্ত সময় পার করছেন।

জেমস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250