বৃহস্পতিবার, ২০শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাপের মুখে ডিজিটাল নীতিমালা শিথিল করতে যাচ্ছে ইইউ *** ভারতকে হারানোর পর সুখবর পেল বাংলাদেশ, ৯ বছরের মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংয়ে *** বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ *** সশস্ত্র বাহিনীর সমর্থনে দ্রুত সংকট উত্তরণ সম্ভব হয়েছে: প্রধান উপদেষ্টা *** অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানা‌লেন নিরাপত্তা উপদেষ্টা *** নভেম্বরের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯০৪ মিলিয়ন ডলার *** ফেসবুকে তারেক রহমানকে ‘কটূক্তি’র অভিযোগে মামলার আবেদন *** কারাগারে পছন্দের খাবার না পেয়ে বন্দির মামলা *** আন্তর্জাতিক কার্ড দিয়ে কেনা যাবে বিমান টিকিট *** সিপিবির মনোনয়ন ফরম বিতরণ শুরু আগামীকাল

ভারতে বাংলাদেশি চারটি টিভি চ্যানেলের ইউটিউবের সম্প্রচার বন্ধ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৬ অপরাহ্ন, ৯ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

সরকারি নির্দেশনায় জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কথা উল্লেখ করে ভারতে প্রায় চারটি বাংলাদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে ইউটিউব। চ্যানেলগুলো হলো—যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভি। ভারত থেকে এ চ্যানেলগুলো দেখতে গেলে ইউটিউবে একটি বার্তা দেখা যাচ্ছে—‘জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত সরকারি আদেশের কারণে এ কনটেন্ট বর্তমানে এ দেশে (ভারত) দেখা যাচ্ছে না।’

ভারতীয় সার্ভারভিত্তিক ভিপিএন ও আইপি যাচাই করে বিষয়টি নিশ্চিত করেছে ডিসমিসল্যাব নামের বাংলাদেশের একটি অনলাইন ভেরিফিকেশন ও মিডিয়া গবেষণা প্ল্যাটফর্ম। ডিসমিসল্যাব জানিয়েছে, বাংলাদেশের ৩৮টি চ্যানেলের মধ্যে চারটি ইউটিউবে ব্লক অবস্থায় পাওয়া যায়। পরে এ লিংকগুলো দিল্লি ও কলকাতার দুই সাংবাদিককে পাঠানো হলে তারাও বিষয়টি নিশ্চিত করেন।

যমুনা টিভি কর্তপক্ষও নিশ্চিত করেছে, তাদের ইউটিউবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে—ভারত সরকারের অনুরোধে চ্যানেলটি ভারতে ব্লক করা হয়েছে এবং ভবিষ্যতের আপলোডগুলোও ভারতে দেখা যাবে না।

সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। গত ২২শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ (৬–৭ই মে রাতে) নামে একটি অভিযান পরিচালনা করে ভারত। এরপর দেশটির বেশ কিছু সংবাদমাধ্যমে উগ্র জাতীয়তাবাদী কভারেজ দেখা যায়। ঠিক এমন সময়েই ভারতে সাংবাদিকতা ও সোশ্যাল মিডিয়ায় কঠোর সেন্সরশিপ শুরু হয়।

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের ওয়েবসাইটও ব্লক করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার (৯ই মে) এক বিবৃতিতে দ্য ওয়্যার কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত সরকারের তথ্যপ্রযুক্তি আইন-২০০০–এর অধীনে মিনিস্ট্র অব ইলেকট্রনিকস ও ইনফরমেশন টেকনোলজির আদেশে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা তাদের ওয়েবসাইট ব্লক করেছে।

নিজেদের এক্স হ্যান্ডেলে সংবাদপত্রের স্বাধীনতা লঙ্ঘনের সুস্পষ্ট অভিযোগ এনে ‘দ্য ওয়্যার’ দাবি করেছে, ভারত সরকার সারাদেশে তাদের ওয়েবসাইটের অ্যাকসেস ব্লক করে দিয়েছে। এটিকে তারা ‘প্রকাশ্য সেন্সরশিপ’ হিসেবে অভিহিত করেছে।

সম্প্রতি পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ভারতের সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের কর্তৃপক্ষকে কমপক্ষে ৮ হাজার অ্যাকাউন্ট ব্লক করতে বলে। এ প্রসঙ্গে এক্স জানিয়েছে, তারা ভারতের আইন মেনে চলবে এবং সরকারের দেওয়া নির্দেশ অনুযায়ী এ অ্যাকাউন্টগুলো ব্লক করবে। ভারতে ব্লক করা অ্যাকাউন্টগুলোর মধ্যে রয়েছে মাকতুব মিডিয়া, ফ্রি প্রেস কাশ্মীর ও দ্য কাশ্মীরিয়াতের মতো সংবাদমাধ্যম।

এর আগে এপ্রিল মাসে ভারত সরকার পাকিস্তানের এক ডজনেরও বেশি ইউটিউব চ্যানেল ব্লক করে। সেই সঙ্গে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ক্রিকেটার বাবর আজম, শহীদ আফ্রিদি ও অলিম্পিয়ান আরশাদ নাদিমের অ্যাকাউন্টেও ভারতীয় ব্যবহারকারীদের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এইচ.এস/

গণমাধ্যম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250