বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

যৌন মিলনের সময় মাথায় রাখুন এ চার কায়দা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ১২ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

হ্যাঁ, বিছানায় সিংহই হতে হবে আপনাকে। না হলে প্রেম, আদর কোনও কিছুই জমবে না। সিংহর মতো ধীর-স্থির হয়েই শরীরী খেলায় মাততে হবে। আর এ ব্যাপারে শুরু থেকেই বাজিমাত। মানে ওই ফোর-প্লে!

অনেকের কাছে গভীর আদর মানে অল্প চুমু, একটু বেশি শরীরের কাছে আসা, তারপর সঙ্গমে ডুবে যাওয়া। কিন্তু এভাবে শরীরী খেলা একসময় বোরিং হয়ে পড়বে। সঙ্গমকে টক-ঝাল-মিষ্টি করতে ফোর-প্লে ভীষণ গুরুত্বপূর্ণ। 

যৌন বিশেষজ্ঞরা বলছেন, সঙ্গমে ফোরপ্লে শুরু হোক দিনের শুরু থেকে। রাতে না হয় গভীর আদর। ব্যাপারটা কী রকম? খোলসা করা যাক। শরীরী খেলায় ফোর-প্লে না করলে আপনি নিজের যৌনতৃষ্ণা মেটালেও, সঙ্গিনী অতৃপ্তই থেকে যাবে। আর এটা মোটেই সঠিক নয়। তাই সঙ্গিনীকে ঠিকঠাক তৃপ্ত করতে ফোর-প্লে মাস্ট! 

পশ্চিমবঙ্গের সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদন থেকে এবার জেনে নেওয়া যাক যৌন মিলনের সময় গুরুত্বপূর্ণ চারটি কায়দার কথা।

১) কানে কানে প্রেমের কথা বলুন। কথায় থাকুক একটু দুষ্টু-মিষ্টি শব্দ। সঙ্গিনীকে পেছন থেকে জড়িয়ে ধরুন। কানের সামনে এসে হালকা স্বরে বলুন ভালবাসেন তাকে। আর এরপরেই আলতো করে কানে আপনার জিভ বুলিয়ে দিন। হালকা করে কামড় দিন সঙ্গিনীর নরম কানে। দেখবেন আপনার সঙ্গিনী আলতো করে ধরা দেবে আপনার বাহুডোরে। তারপর ধীরে ধীরে নেমে আসুন কাঁধে, গলায়, কোমর, নিতম্বে।

২) ফোর-প্লেতে জিভ খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গমের শুরুতে জিভের ব্যবহার বাড়িয়ে তুলুন। সঙ্গিনীর সারা শরীরে জিভ বুলিয়ে নিন। বিশেষ করে আপনার জিভের টার্গেট হোক সঙ্গিনীর নাভি ও গোপনাঙ্গ! তবে এ ব্যাপারে একেবারেই তাড়াহুড়ো নয়। পুরো ব্য়াপারটা হোক স্লো বাট স্টেডি।

৩) জিভের পর হাত ও ঠোঁট। এ দুই অঙ্গকে কাজে লাগান মন দিয়ে। সঙ্গিনীর নরম ঠোঁটে যখন আপনার গরম ঠোঁট রাখবেন, তখন হাত চলুক শরীরের অন্য় অংশে। আলতো করে ছুঁয়ে যাক সঙ্গিনীর আপদমস্তক। আলতো করে ছুঁয়ে ফেলুন গোপনাঙ্গ। দেখবেন আপনার সঙ্গিনী আপনার আদরে ডুবে যেতে একেবারে তৈরি।

৪) মাথায় রাখুন ফোর-প্লে যেন হয় দীর্ঘতর। মাঝেমধ্যেই ফোরপ্লে বন্ধ করে অল্প আদুরে কথায় মেতে উঠুন। হাত থাকুক আপনার সঙ্গিনীর চুলে। চিবুকে চুমু খান। নিশ্বাস ফেলুন সঙ্গিনীর শরীরে। দু’জনে দু’জনের শরীরের উত্তাপ, গন্ধ অনুভব করুন। দেখবেন আপনার গভীর সঙ্গম জমে যাবে।

এইচ.এস/

যৌনতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন