বুধবার, ২৩শে অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

স্বামী-স্ত্রীর ভালোবাসা বাড়াতে যে দোয়া পড়বেন

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি

মানুষকে জোড়ায়-জোড়ায় সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। তাদেরকে যে ভালোবাসা ও মহব্বতের পবিত্র সম্পর্ক দিয়েছেন, এটাতে আল্লাহর রহমত-বরকত রয়েছে। কিন্তু শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন, স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট করতে পারে। তাই এ মধুর প্রেমময় সম্পর্ক টিকিয়ে রাখতে ও ভালোবাসা বৃদ্ধি করতে দোয়া করা উচিত।

আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া শিখিয়েছেন, যেন সে এই অসাধারণ দোয়া তার পরিবার পরিজনের জন্য করে।

আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন,  وَالَّذِیۡنَ یَقُوۡلُوۡنَ رَبَّنَا ہَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّاجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا উচ্চারণ: অল্লাজিনা ইয়াকুলূনা রব্বানা-হাবলানা-মিন আজওয়া-জ্বিনা-অ র্যুরিয়্যা-তিনা-কুররাতা আইয়ুনিঁও অজআলনা-লিলমুত্তাকিনা ইমামা।

অর্থ: যারা (এই) বলে (দোয়া করে যে), হে আমাদের প্রতিপালক! আমাদেরকে আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ হতে দান কর নয়নপ্রীতি এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানাও। (সুরা আল ফুরকান-৭৪)

এই আয়াতের তাফসিরে মুফতি তাকি উসমানি বলেন, সাধারণত পিতা তার পরিবারবর্গের নেতা হয়ে থাকে। কুরআন মাজীদ তাকে এ দোয়া শিক্ষা দিচ্ছে। এর সারমর্ম হল, হে আল্লাহ! পিতা ও স্বামী হিসেবে আমি যখন স্ত্রী ও সন্তানদের নেতা, তখন আপনি আমার স্ত্রী-সন্তানদেরকে মুত্তাকি বানিয়ে দিন, যাতে আমি নেতা হই মুত্তাকিদের এবং তারা হয় আমার জন্য নয়নপ্রীতিকর। 

এর বিপরীতে আমি না হই ফাসেক ও পাপীদের নেতা, যারা আমার জন্য আজাব না হয়ে দাঁড়ায়। যারা নিজ পরিবারবর্গের আচার-আচরণে অতিষ্ঠ, তাদের নিয়মিতভাবে এ দোয়াটি করা উচিত।

এটি এমন এক শক্তিশালী দোয়া যার উপর কোনো দোয়াই হতে পারে না। একটি দোয়ার মধ্যে জীবনের সবকিছু ঢুকিয়ে দিয়েছেন মহান রব। দোয়াটিতে বলা হয় ‘চক্ষুশীতলকারী’ বানিয়ে দাও। মানুষ তার সন্তান, পরিবারের জন্য দোয়া করবে, সে যেন সুস্থ থাকে, সে যেন সব বিপদ-আপদ থেকে মুক্ত থাকে, তার যেন সবসময়ই কল্যাণ হয়। আরো যত যত দোয়া হতে পারে, সব দোয়াই এ ‘চক্ষুশীতলকারী’ বানিয়ে দাও এর মাঝে রয়েছে।

এত ব্যাপক দোয়া আর হতেই পারে না। এত উত্তম দোয়া আর হতে পারে না। ‘চক্ষুশীতলকারী’র অর্থ কীভাবে বলা যায়? যত রকমভাবে পরিবার-পরিজনের ভালো থাকা যায়, সেটাই আমরা দোয়া করছি। কারণ সবদিক থেকে ভালা থাকলেই মানুষের চক্ষুশীতল হয়। তাই এ দোয়াটি আমরা বেশি বেশি করবো। 

নির্দিষ্ট দোয়া পাঠ করলে আল্লাহর রহমতে এ ভালোবাসা আরো বৃদ্ধি পেতে পারে। সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে এ মধুর সম্পর্ক।

এই দোয়াটি কোরআন থেকে নেয়া। বিশেষ করে সুরা আল-ফুরকান এর ৭৪ নম্বর আয়াত। এটি পরিবারের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির জন্য আল্লাহর কাছে একটি আবেদন। প্রার্থনাকারী আল্লাহর কাছে তাদের ও সন্তানদের উত্তম জীবনের জন্য অনুরোধ করেন, যার কারণে তাদের সন্তানরা তাদের কল্যাণের উৎস হবে।

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَٰجِنَا وَذُرِّيَّـٰتِنَا قُرَّةَ أَعْيُنٍۢ বাক্যাংশটি একটি প্রেমময় ও শান্তিপূর্ণ পারিবারিক জীবনের আকাঙ্ক্ষাকে তুলে ধরে। স্ত্রী আর সন্তানদের জন্য আল্লাহর কাছে এটি আবেদন। দোয়াটি পরিবারের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সম্মান আর সুখের গুরুত্বের উপর জোর দেয়।

কোনো নির্দিষ্ট সীমা বা সময় ছাড়াই যে কোনো সময় এই দোয়া পাঠ করা যায়। নিয়মিত দোয়া পাঠ করা স্বামী ও স্ত্রীর মধ্যের সম্পর্ক ও বন্ধনকে শক্তিশালী করে। পরিবারে অবিরাম রহমত ও শান্তি বর্ষিত হতে থাকে।

ওআ/ আই.কে.জে/

দোয়া

খবরটি শেয়ার করুন