রবিবার, ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সোমবার কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস *** মহাকাশে ২২০ দিন কাটিয়ে পৃথিবীতে ফিরলেন পবীণ মহাকাশচারী ডন পেটিট *** টানা দুইবারের বেশি না পারলেও বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকার দাবি বিএনপির *** নতুন ১২৮টি পোশাক কারখানায় ৭৪ হাজার মানুষের কর্মসংস্থান হবে *** ‘দেশের নারীরা স্বতঃস্ফূর্তভাবে আইন পেশার সঙ্গে সংযুক্ত হচ্ছেন’ *** সৌদি তরুণী জারার ‘হালাল র‍্যাপ’ সংগীত নেট দুনিয়ায় জনপ্রিয় *** নাসার ওয়েবসাইটের নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিল ইরাকি কিশোর, পেল স্বীকৃতি *** ড. ইউনূস ইসরায়েলকে টাকা দিয়েছেন, এ দাবি ভুয়া: প্রেস উইং *** সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ ঢাকা আসছে *** সিইসির সঙ্গে বৈঠক করছে এনসিপি

সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ ঢাকা আসছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবের ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’ বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য দেশটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল আজ রোববার (২০শে এপ্রিল) রাতে ঢাকায় আসছে। ঢাকায় অবস্থিত সৌদি আরব দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক কূটনৈতিক নোটের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস থেকে জানানো হয়েছে, সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল রোববার রাত ৮টা ৪৮ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে। এ দলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, হজ ও ওমরাহ মন্ত্রণালয়, ন্যাশনাল ইনফরমেশন সেন্টার এবং অন্যান্য সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধিরা থাকবেন।

প্রতিনিধি দলটি বাংলাদেশে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে এ বছরের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের জন্য পরিষেবা সহজীকরণের বিষয়ে আলোচনা করবে। দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে, আগামী ২১শে এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অথবা ঢাকার লা মেরিডিয়ান হোটেলে এ বৈঠকের আয়োজন করার জন্য।

দূতাবাস প্রতিনিধি দলের তালিকা, বৈঠকের আলোচ্যসূচি এবং প্রতিনিধি দলের ফ্লাইটের সময়সূচি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছে। প্রতিনিধি দলটি আগামীকাল সোমবার (২১শে এপ্রিল) সন্ধ্যা ৬টায় ঢাকা ত্যাগ করবে।

এইচ.এস/

সৌদি আরব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন