ছবি: সংগৃহীত
বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে গুচ্ছ প্রক্রিয়ায় ভর্তির বিষয়ে সব বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গুচ্ছ প্রক্রিয়ায় ভর্তির বিষয়ে বিভিন্ন সুবিধা এবং অসুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যরা মতামত দেন।
বুধবার (২৭শে নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ইবিতে তরুণ লেখকদের ‘লেখা প্রদর্শনী’র আয়োজন
সভায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সঙ্গে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে একটি সর্বজনগ্রাহ্য ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচনা অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসি/কেবি
খবরটি শেয়ার করুন