বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কিশোরগঞ্জের ইউএনও হিসেবে নিয়োগ পেলেন সাবেক লাক্স সুন্দরী *** ডোনাল্ড ট্রাম্পের মুখে ‘বর্ণবাদের দুর্গন্ধ’ *** আগামীকাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন জোবাইদা রহমান *** তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শানোর’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার *** ৭ দিন নীরবতার পর ইমরানের টুইট, ভেঙে দিলেন দলের রাজনৈতিক কমিটি *** তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দৃশ্যমান দ্বিধা ও অদৃশ্য বাধা *** আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা *** খালেদা জিয়ার সঙ্গে যাবেন ১৪ জন, থাকবেন পুত্রবধূ শামিলা, ছয় চিকিৎসক *** অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, আপিল বিভাগে হাইকোর্টের রায় বহাল *** দেশে আসছেন জোবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি

‘শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বক্তব্যটি আইওয়াশ’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে আইন উপদেষ্টার বক্তব্যটি আইওয়াশ বলে মন্তব্য করেছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না।

তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বক্তব্যটি আইওয়াশ বা যারা জুলাইযোদ্ধা হিসেবে নিজেদের দাবি করেন অথবা গণ-অভ্যুত্থানের যে শক্তিগুলো রয়েছে, তাদের সামনে নিজেদের মুখ রক্ষার বিষয়ে যে সরকার কতটা তৎপর, শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের রায় কার্যকর করার জন্য। ভারত শেখ হাসিনাকে দেবে না এটা নিশ্চিত। সেই জায়গা থেকে এই কথাগুলো বলা। এ ছাড়া নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এসব কথাবার্তা। 

নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ভারতে এই মুহূর্তে অবস্থানরত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. অজিত দোভালের বৈঠক হয়েছে। ড. খলিল যতটা না গুরুত্বপূর্ণ, নিঃসেন্দেহে অজিত দোহাল এই উপমহাদেশে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, যেহেতু ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে কথা বলেছেন, বিষয়টি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদিও কী কথা বলেছেন, সে বিষয়ে প্রকাশ্যে কিছু আসেনি। এখন এটা মনে করার কোনো কারণ নেই বাংলাদেশের রাজনীতি ও আওয়ামী লীগের প্রসঙ্গ বাদ দিয়ে ভূরাজনৈতিক বা আঞ্চলিক নিরাত্তা-সন্ত্রাসবাদ নিয়ে দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে কথা হয়েছে। ভারতের কোনো কোনো গণমাধ্যম এমন ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে, এই বৈঠকের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশের সম্পর্ক যে তলানিতে পৌঁছেছে বা যে বরফ জমাট বেঁধেছে, তা গলতে শুরু করেছে।

তিনি বলেন, কী সেই ইঙ্গিত? স্পষ্ট করে কোথাও থেকে জানা যায়নি তাদের মধ্যে কী আলোচনা হয়েছে। এই সাংবাদিক বলেন, ‘দিল্লিস্থ বাংলাদেশের হাইকমিশনার একটি বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতিতে খুব স্বাভাবিকভাবে যে কথাবার্তা বলা হয়েছে, সেগুলোই ভারত ও বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমে এসেছে।’ 

তিনি বলেন, ভারত কী এমন প্রস্তাব করল বা বাংলাদেশের পক্ষ থেকে ড. খলিলুর এমন কী প্রস্তাব করলেন, যা ভারত মেনে নিয়েছে বা ভারতের প্রস্তাব বাংলাদেশ মেনে নিয়েছে? আমরা যেটুকু জানতে পেরেছি বা ধারণা করা যেতে পারে, যে বিষয়গুলো আলোচনা হয়েছে, বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়া।

মঞ্জুরুল আলম পান্না বলেন, অজিত দোভালের পক্ষ থেকে যে প্রস্তাবটি ড. খলিলুর রহমানের কাছে উত্থাপন করা হয়েছে, সে বিষয়ে একটি ইঙ্গিত আরো স্পষ্টভাবে পাওয়া যায়। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দেয়, সেখানে।

মঞ্জুরুল আলম পান্না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250