ছবি: সংগৃহীত
বিয়েতে কত কিছুই উপহার পান বর-কনে। এসবের বেশির ভাগই কাজে লাগে সংসারে। তবে পরিবেশের কাজে লাগে– এমন উপহার পাওয়া বিরল। এমন বিরল উপহার পেয়েছেন রাজশাহীর তথাপি আজাদ।
গত সপ্তাহে বিয়ের আনুষ্ঠানিকতার পর তিনি শুভানুধ্যায়ীদের কাছ থেকে পেয়েছেন সুন্দরবনের বিভিন্ন প্রজাতির দেড় হাজার গাছ। এসব গাছ গতকাল রোববার (১২ই অক্টোবর) প্রশাসনের তত্ত্বাবধানে লালনশাহ মুক্তমঞ্চের নিচে পদ্মার চরে রোপণ করা হয়েছে।
তথাপি আজাদের বাড়ি রাজশাহীর সাগরপাড়ায়। তিনি সংবাদকর্মী ও কলেজ শিক্ষক আবুল কালাম মুহম্মদ আজাদের ছোট মেয়ে। তথাপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন।
৩রা অক্টোবর তার বিয়ে হয়েছে হাসিবুল আলমের সঙ্গে। সেখানে অংশ নেওয়ার আমন্ত্রণ পান রাজশাহীর মৌমাছি ও মধু পাঠশালার প্রতিষ্ঠাতা আকমাল মাহমুদ, চট্টগ্রামের মধু গবেষক সৈয়দ মঈনুল আনোয়ার ও চাঁপাই আমবাগানের উদ্যোক্তা প্রকৌশলী সাহাবুদ্দিন। এই তিনজনই অভিনব উপহারের উদ্যোগটি নেন।
মঈনুল আনোয়ার সুন্দরবন থেকে ভেসে আসা গাছের বীজ থেকে কৃত্রিম উপায়ে চারা তৈরি করেন। এভাবে নিজ বাড়িতে ‘এক টুকরো সুন্দরবন’ নামে বাগানও করেছেন। তিনি বিয়েতে আসতে পারেননি। কুরিয়ারে তিনি গাছের চারা পাঠান আকমাল মাহমুদের ঠিকানায়।
গত শুক্রবার সকালে সেগুলো পৌঁছায় রাজশাহীতে। এর মধ্যে ২০০টি সুন্দরী, ২০০টি কাঁকড়া, ১০০টি পশুর, এক হাজার খালিশা ও ২০টি বাইন গাছ।
লালনশাহ মুক্তমঞ্চের নিচে পদ্মার চরে তথাপি আজাদের হাতে চারাগুলো তুলে দেন আকমাল মাহমুদ। একটি চারা রোপণ করে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তথাপি। পরে আরেকটি চারা রোপণ করেন বোয়ালিয়ার এসিল্যান্ড আরিফ হোসেন।
তিনি বলেন, রাজশাহী গ্রিন সিটি হিসেবে পরিচিত। এখানে উন্নয়ন, পরিবেশ ও প্রতিবেশ বজায় রেখে চালাতে গেলে বৃক্ষরোপণ জরুরি। তাই এই উদ্যোগে তিনি সরকারের পক্ষ থেকে সহায়তা করছেন।
বিয়ের উপহার হিসেবে সুন্দরবনের গাছ পেয়ে আপ্লুত তথাপি আজাদ। তিনি বলেন, ‘বিয়েতে অনেক উপহার পেয়েছি। কিন্তু গাছ অন্য রকম উপহার। যেখানে গাছগুলো রোপণ হচ্ছে, সেগুলো বেঁচে ওই জায়গা এক খণ্ড সুন্দরবন হয়ে উঠবে। গাছগুলো বেড়ে উঠলে বলতে পারব, এটা আমার বিয়ের স্মৃতি।’
সেখানে উপস্থিত ছিলেন তথাপির স্বামী হাসিবুল আলমও। তিনি বলেন, ‘এই বিষয়টি খুবই ভালো লাগার। আশা করছি, গাছগুলো একদিন বড় হবে। অনেক পাখি ও প্রাণীর আবাসস্থল হবে।’
জে.এস/
খবরটি শেয়ার করুন