বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কিশোরগঞ্জের ইউএনও হিসেবে নিয়োগ পেলেন সাবেক লাক্স সুন্দরী *** ডোনাল্ড ট্রাম্পের মুখে ‘বর্ণবাদের দুর্গন্ধ’ *** আগামীকাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন জোবাইদা রহমান *** তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শানোর’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার *** ৭ দিন নীরবতার পর ইমরানের টুইট, ভেঙে দিলেন দলের রাজনৈতিক কমিটি *** তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দৃশ্যমান দ্বিধা ও অদৃশ্য বাধা *** আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা *** খালেদা জিয়ার সঙ্গে যাবেন ১৪ জন, থাকবেন পুত্রবধূ শামিলা, ছয় চিকিৎসক *** অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, আপিল বিভাগে হাইকোর্টের রায় বহাল *** দেশে আসছেন জোবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি

মিক্সড মার্শাল আর্টে নামছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৭ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স এখন ৪০ বছর। আগামী বছর যে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা খেলবেন, সেটা পরিষ্কার করে বলেছেন গত মাসেই। সিএনএন উপস্থাপককে তখন রোনালদো নিজের অবসরের সময়টাও পরিষ্কার করে বুঝিয়ে দেন। 

পর্তুগিজ কিংবদন্তি কিছুদিন আগে থেকেই বলছিলেন, শিগগির অবসর নেবেন। সিএনএন উপস্থাপককে রোনালদোর ব্যাখ্যা ছিল, ‘শিগগিরই বলতে আমি এক–দুই বছরের কথা বলেছি।’

আচ্ছা, অবসর নেওয়ার পর রোনালদো কিসে মজতে পারেন? আল নাসর তারকার মাঠের বাইরে তো ব্যবসা–বাণিজ্যের অভাব নেই। হোটেল, জিম, ফ্যাশন, সিনেমা, প্রযুক্তি ও স্বাস্থ্য খাতে মোটা অঙ্কের বিনিয়োগ আছে তার। 

কিন্তু রোনালদো যে ধরনের মানুষ, অবসর নেওয়ার পর তার এসব ব্যবসায় পূর্ণ মনোযোগ না দেওয়ার সম্ভাবনা হয়তো বেশি। নিজে যেহেতু খেলোয়াড়, তাই খেলাধুলার সঙ্গে সংশ্লিষ্ট কিছুতে হয়তো বেশি মনোযোগ দিতে পারেন। আর সেটা হতে পারে সম্ভবত মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) লড়াইয়ের জগৎ।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ গত ২৭শে নভেম্বর রোনালদোর হ্যান্ডল থেকে একটি পোস্ট করা হয়। সেখানে করা পোস্টে এমএমএ লড়াইয়ে জগতে নামার ঘোষণা দেন রোনালদো, ‘রোমাঞ্চ নিয়ে বড় একটা খবর জানাচ্ছি—@ওয়াওএফসিএমএমএর অংশীদার হতে যাচ্ছি। শৃঙ্খলা, সম্মান, দৃঢ়তার মতো মূল্যবোধের বিষয়ে আমাদের ভাবনা এক। ওয়াওএফসি অনন্য এবং শক্তিশালী কিছু তৈরি করছে আর তাতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আমরা যেন খেলাটাকে নতুন উচ্চতায় নিতে পারি, তরুণদের অনুপ্রাণিত করতে পারি।’

রোনালদোর এই পোস্টের সঙ্গে জুড়ে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক্রিস্টিয়ানো রোনালদো ওয়াওএফসির অংশীদার হয়ে বিশ্বব্যাপী নতুন যুগের সূচনা করলেন।’ 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ওয়াও এফসি গর্বের সঙ্গে জানাচ্ছে, বিশ্বের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় অ্যাথলেট ক্রিস্টিয়ানো রোনালদো প্রতিষ্ঠানের অংশীদার হবেন। তার যোগ দেওয়া ওয়াও এফসির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক এবং ভবিষ্যতের মিক্সড মার্শাল আর্ট দুনিয়ার জন্য বদলে যাওয়ার মুহূর্ত।’

ওয়াও এফসির পুরো নাম ‘ওয়ে অব ওয়ারিয়র।’ এই স্প্যানিশ ফার্মটি মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) ইভেন্ট আয়োজন করে। ‘ম্যানচেস্টার ইভিনিং নিউজ’ জানিয়েছে, প্রতিষ্ঠানটির বোর্ডে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) লাইটওয়েট তারকা ইলিয়া তপুরিয়ার সঙ্গে যোগ দেবেন রোনালদো।

রোনালদোর সেই পোস্টে সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়াও এফসির পক্ষ থেকে বলা হয়, ‘ওয়াও এফসি সব ধরনের দর্শকশ্রেণিতে ব্যাপক প্রবৃদ্ধির অভিজ্ঞতা অর্জন করেছে। বছরের পর বছর ধরে ইভেন্টে অংশ নেওয়ার হার ৪০০ শতাংশ বেড়েছে। প্রতিটি শোতে টিকিট বিক্রি ধারাবাহিকভাবে ৫ হাজারের বেশি অতিক্রম করেছে। ওয়াও এর ইভেন্টগুলো আন্তর্জাতিকভাবে ১৭০–এর বেশি দেশে পৌঁছেছে, যা কমব্যাট স্পোর্টসে এই প্রতিষ্ঠানকে বিশ্বের উদীয়মান শক্তিতে পরিণত করেছে।’

ক্রিস্টিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250