বুধবার, ১৪ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাহরানে প্রবাসীর বাসায় অনেক পোস্টাল ব্যালট, ব্যবস্থা চায় বিএনপি *** অভ্যুত্থানের পর দেশে আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী *** পাকিস্তানের ‘দরদ’ দেখানোর প্রয়োজন নেই, বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গে হামিন *** চট্টগ্রাম বন্দরে চাকরি পেলেন ৯ জুলাই যোদ্ধা *** যে ইস্যুতে সেনাপ্রধানের হস্তক্ষেপ চায় বিএনপি *** ‘সাংবাদিকদের স্নাতক হওয়ার বাধ্যবাধকতায় সাংবিধানিক অধিকার খর্ব হবে’ *** বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে *** শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই *** বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান *** ইরানের সরকার স্বীকার করল নিহত ২০০০—বেসরকারি সূত্রমতে ১২০০০

পবিত্র রমজান কবে শুরু, ঈদ কবে হতে পারে—জানাল আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৫

#

প্রতীকী ছবি

নতুন বছর আসার আর মাত্র কয়েক দিন বাকি। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বাসিন্দারা ভ্রমণ ও ছুটি কাটানোর পরিকল্পনা করছেন। আগামী বছর দেশটির মোট ১২ দিনের সরকারি ছুটির মধ্যে সবচেয়ে বড় অংশ পড়ছে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায়। খবর গালফ নিউজের।

সরকারি আইন অনুযায়ী, ঈদের তারিখ পরিবর্তন করা যায় না। হিজরি ক্যালেন্ডারের ওপর নির্ভর করে চাঁদ দেখা অনুযায়ী ছুটি নির্ধারিত হয়। তবে জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযযায়ী সম্ভাব্য তারিখ অনুমান করা সম্ভব।

জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে পবিত্র ঈদুল ফিতরের ছুটি ২০শে মার্চ শুরু হতে পারে। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল–জারওয়ান বলেন, ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ ১৭ই ফেব্রুয়ারি দেখা যাওয়ার সম্ভাবনা আছে।

সে অনুযায়ী রমজান শুরু হবে ১৮ই ফেব্রুয়ারি। চলবে ২৯ বা ৩০ দিন। সংযুক্ত আরব আমিরাতের সরকারি নীতি অনুযায়ী রমজান যদি ৩০ দিনের না হয়, তাহলে ৩০তম দিনটিও ঈদের ছুটির সঙ্গে যুক্ত হবে। এ ক্ষেত্রে ১৯শে থেকে ২২শে মার্চ পর্যন্ত টানা চার দিনের ছুটি হতে পারে।

২০২৬ সালে পবিত্র ঈদুল আজহায় হতে পারে বছরের অন্যতম দীর্ঘ সরকারি ছুটি। এই ছুটি শুরু হয় জিলহজ মাসের ৯ তারিখ আরাফাত দিবস থেকে; এরপর জিলহজের ১০, ১১ ও ১২ তারিখ ঈদুল আজহা পালিত হয়।

ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) ২০২৬ সালের সরকারি ছুটি ক্যালেন্ডার অনুযায়ী, আরাফাত দিবস হতে পারে ২৬শে মে। আর পবিত্র ঈদুল আজহা হতে পারে ২৭শে মে।

এই ছুটি চলবে ২৯শে মে পর্যন্ত। সপ্তাহান্তের শনি ও রোববার মিলিয়ে বাসিন্দারা সর্বোচ্চ ছয় দিনের ছুটি উপভোগ করতে পারেন।

অন্য সব ইসলামি ছুটির মতোই সংযুক্ত আরব আমিরাতের ঈদের চূড়ান্ত তারিখ নির্ভর করে চাঁদ দেখার ওপর। কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের কাছাকাছি এসে চূড়ান্ত ছুটির তারিখ নিশ্চিত করে।

জে.এস/

পবিত্র রমজান মাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250