মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা *** জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি

ভারতে পাচারকালে দুই তরুণী উদ্ধার, পাচারকারী আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৮ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতে পাচারকালে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে সিমা আক্তার (২২) ও সংগীতা বৈরাগী (২০) নামে দুই যুবতীকে উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। একইসঙ্গে মো. শাহিন হোসেন (২৪) নামের এক মানব পাচারকারীকে আটক করা হয়েছে।

সোমবার (২৩শে ডিসেম্বর) ভোরে দর্শনার জয়নগর সীমান্ত থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় দর্শনা থানায় মামলা হলে আটক ব্যক্তিকে গ্রেফতার দেখানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, চট্টগ্রামের পাহাড়তলী ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দুই তরুণীকে ভারতে বিউটি পার্লারের কাজ দেওয়ার প্রলোভন দেখায় লাল্টু (৩০) নামে এক ব্যক্তি। গত বৃহস্পতিবার তাদের খালিশপুরে নিয়ে আসে। পরে রাতে দর্শনা সীমান্তবর্তী জয়নগর গ্রামের শাহিন হোসেনের হাতে তাদের তুলে দেয়।

জয়নগর গ্রামের মানব পাচারকারী সিন্ডিকেটের সদস্য শাহিনসহ সোহেল, শরিফুল ইসলাম আজেরসহ সাত-আটজন দুই তরুণীকে একটি বাড়িতে নিয়ে রাখে। সোমবার ভোরে তারা সীমান্তের ৭৫/৩ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় টহলরত দর্শনা কোম্পানি সদর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে দুই তরুণীকে উদ্ধারের পাশাপাশি শাহিনকে আটক করে।

আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় গ্রেফতার ৫

এ ঘটনায় এক তরুণী বাদী হয়ে দর্শনা থানায় নারী পাচার আইনে মামলা করেছেন। দর্শনা থানার ওসি মুহাম্মদ শহীদ তিতুমীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। মামলায় গ্রেফতার শাহিন হোসেনের ভাষ্য, তারা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কাঁটাতারের বেড়া টপকিয়ে দুই তরুণীকে পাচারের জন্য সীমান্তে নিয়ে গিয়েছিল।

ভারতে বিভিন্ন জুয়ার ক্যাসিনো, মদের বার, আবাসিক হোটেল ও পতিতালয়ে কাজ করানোর জন্য তাদের পাচার করা হচ্ছিল বলে স্বীকার করেছে শাহিন। এ মামলায় পলাতক আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

এসি/কেবি

আটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন