রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দীর্ঘস্থায়ী ভালোবাসা চেনার উপায় জানা আছে কি?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্তমানযুগের গভীর ভালোবাসাও একটা না একটা সময় হারিয়ে যায়। আজকের আবেগ আগামীকাল মনে হতে পাগলামী। তবু ভালোবাসা ছিল, আছে, থাকবে। দু’জন মানুষ সম্পর্কে জড়ানোর পরপরই কিন্তু ভবিষ্যতের রূপরেখা তৈরি হয়ে যায়। শুরুর দিকে কিছু বিষয়ে খেয়াল করলেই বুঝতে পারা সম্ভব এই সম্পর্ক আসলে কতদূর যাবে। যদি সারাজীবন একসঙ্গে থাকার মতো সিদ্ধান্ত নেন তাহলে তার আগে লক্ষ্য করতে হবে, আসলেই সম্পর্কটি দীর্ঘস্থায়ী হবে কি না? চলুন জেনে নেওয়া যাক দীর্ঘস্থায়ী ভালোবাসা চেনার উপায়-

একসঙ্গে থাকলে সময় দ্রুত কাটে

আপনারা যখন একসঙ্গে থাকেন তখন কি সময় উড়ে উড়ে চলে যায়? ঘণ্টার পর ঘণ্টা গল্প করলেও মনে হয় যে আসলে খুব অল্প কথাই বলা হয়ে গেছে? আপনাদের পরস্পরের সঙ্গ যদি ভালোলাগে তবে সম্পর্কটি ভেঙে যেতে দেবেন না। জীবনে ভালোবাসার গল্প শোনাতে অনেকেই আসতে পারে তবে প্রশান্তি সবার কাছে থাকে না। প্রশান্তি দেওয়ার মানুষটিকে খুঁজে পেলে তাকেই সঙ্গী করে নিন।

প্রবল আকর্ষণ

আপনি কি আপনার সঙ্গীর প্রতি আকর্ষণের শক্তি অনুভব করেন? এটি এমন কিছু যা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। সম্পর্কের শুরুর দিকের ভালোলাগার অনুভূতি এখনও নতুন? পাশাপাশি থাকলেও কখনো তার প্রতি বিরক্তি আসে না? এসবই দীর্ঘস্থায়ী ভালোবাসার লক্ষণ। এই আকর্ষণ কেবল শরীরেই আটকে থাকে না, বরং তারও বেশি কিছু।

আরো পড়ুন : ঘামে নষ্ট হবে না মেকআপ, জানুন ম্যাজিক্যাল উপায়

একসঙ্গে শেখা

আপনারা কি পরস্পরকে এগিয়ে যেতে সাহায্য করেন? নতুন অভিজ্ঞতা এবং আইডিয়া শেয়ার করে আপনারা খুব সহজেই সমৃদ্ধ হতে পারবেন। ভালোবাসার মানেই হলো পরস্পরকে পূর্ণ হতে সাহায্য করা। এই অভ্যাস যদি আপনাদের মধ্যে থাকে তবে বুঝে নেবেন যে এই ভালোবাসা টেকসই। এই শিক্ষা একটি সুন্দর বন্ধন তৈরি করে, কারণ আপনারা উভয়ে একসঙ্গে ভালো মানুষ হয়ে ওঠেন এবং লক্ষ্যে পৌঁছাতে একে অপরকে সমর্থন করেন।

নিজেকে ভালোবাসা

আপনারা একে অপরকে হাসান, প্রশংসা করেন এবং একে অপরের আত্মবিশ্বাস বাড়ান? এই ইতিবাচক শক্তি আপনাদের একসঙ্গে কাটানো সময়কে অর্থবহ এবং আনন্দদায়ক করে তোলে। কোনোরকম জাজ করা ছাড়াই আপনারা একে অপরের ওপর আস্থা রাখতে পারেন, এটাও কম কথা নয়। এসব ইতিবাচক অভ্যাস কিংবা অভিজ্ঞতা আপনাকে নিজেকেও ভালোবাসতে শেখাবে।

এস/কেবি


ভালোবাসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন