শুক্রবার, ৫ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোপালগঞ্জে সহিংসতা: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত *** প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ, নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার প্রতিশ্রুতি *** নুরের ওপর হামলা তদন্তে তিন সদস্যের কমিশন গঠন *** পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ থেকে বর্ণাঢ্য আয়োজন *** দেশে ফেরার সিদ্ধান্ত তারেক রহমানকে নিতে হবে, দরকার হলে ডকুমেন্ট দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা *** চিরকুমার আরমানির ১০ বিলিয়ন ডলারের ফ্যাশন সাম্রাজ্য এখন কার *** গাজীপুরে বাড়ল ১ আসন, কমল বাগেরহাটে *** দুবাইয়ে ১২০০ কোটি টাকা পাচার: সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা সিআইডির *** মানবতাবিরোধী অপরাধের অভিযোগপত্র দাখিল হলেই নির্বাচনের অযোগ্য হবেন, সরকারি চাকরিও থাকবে না *** জনপ্রিয় টিভি অভিনেতা আশিস কাপুর যে কারণে গ্রেপ্তার

বড় এক অধ্যায়ের ইতি টানলেন শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫০ পূর্বাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কয়েক বছর হলো ব্যক্তিগত জীবনের নানা জটিলতা নিয়ে প্রায়ই খবরের শিরোনামে উঠে এসেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। বিশেষ করে তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে অশ্লীল ভিডিও বানানো এবং তা বিক্রিসহ নানা জটিলতায় একাধিকবার আইনি মারপ্যাচে জড়িয়েছেন তিনি। এরই মধ্যে নিজেদের অভিজাত রেস্তোরাঁ বন্ধের ঘোষণা দিলেন শিল্পা।

কিছুদিন আগেই তাদের বিরুদ্ধে ৬০ কোটি রুপির প্রতারণা মামলা করেন দীপক কোঠারি নামের মুম্বাইয়ের এক ব্যবসায়ী। যদিও মামলা হওয়ার বিষয়টি শিল্পা ও তার স্বামী আইনজীবীর মাধ্যমে অস্বীকার করেছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রেস্তোরাঁ বন্ধের খবর প্রকাশে কোনো রাখঢাক করেননি শিল্পা। গত মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে ‘বেসটিয়ান’ বন্ধের ঘোষণা দেন। 

তিনি লেখেন, ''এই বৃহস্পতিবার (আজ ৪ঠা সেপ্টেম্বর) এক বড় অধ্যায়ের সমাপ্তি হচ্ছে। আমরা মুম্বাইয়ের অন্যতম গন্তব্যস্থল ‘বাস্টিয়েন বান্দ্রা’কে বিদায় জানাতে চলেছি ওই দিন। এই রেস্তোরাঁ আমাদের অসংখ্য সুখস্মৃতি দিয়েছে। অসংখ্য মনে রাখার মতো রাতের সাক্ষী এই রেস্তোরাঁ। এই শহরের নিশিযাপনকে এক নতুন রূপ দিয়েছিল। এবার তাকে বিদায় জানানোর পালা।”

তবে সাদামাটাভাবে বন্ধ হচ্ছে না ‘বেসটিয়ান’। আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। শেষবারের মতো সবাই মিলে উদযাপন করতে চাচ্ছেন। এজন্য ‘বাস্টিয়েন’-এর সঙ্গে জড়িতদের শিল্পা করেছেন নিমন্ত্রণ। 

রাজ-শিল্পার রেস্তোরাঁটির যাত্রা শুরু হয় ২০১৬ সালে। সামুদ্রিক খাবারের জন্য বিখ্যাত ছিল ‘বেসটিয়ান’। হঠাৎ বন্ধের খবরে আবেগী হয়ে উঠেছেন মুম্বাইবাসী। মন্তব্যের ঘরে প্রকাশ পেয়েছে বিষয়টি।

জে.এস/

শিল্পা শেঠি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন