ছবি: সংগৃহীত
অর্থবছরের মাঝে এসে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এতে বাড়ছে সিগারেটের শুল্ক ও দাম। তবে কি দাম বাড়ার প্রভাব পড়লো বলিউড সুপারস্টার আমির খানের উপর! সম্প্রতি তিনি ধূমপান ছাড়ার ঘোষণা দিয়েছেন। হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে ধূমপান ছাড়ার ঘোষণা দিয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। একটি অনুষ্ঠানে ছেলে জুনায়েদ খানের সামনে ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শুক্রবার (১০ই জানুয়ারি) ছেলে জুনায়েদ খানের নতুন রোমান্টিক–কমেডি সিনেমা ‘লাভইয়াপা’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠান ছিল। এ অনুষ্ঠানেই আমির ধূমপান ছাড়ার কথা বলেন।
আমির খান এর আগে ধূমপানের বদভ্যাসের কথা খোলাখুলি স্বীকার করেছিলেন। জানিয়েছিলেন, তার প্রাক্তন স্ত্রী কিরণ রাও সিগারেটের ধোঁয়া ভীষণ অপছন্দ করতেন।
বয়স বাড়ছে তাই স্বাস্থ্য আর পরিবারের কথা চিন্তা করে বড় সিদ্ধান্ত নিয়েছেন আমির। অভিনেতা জানান, তিনি বেশ কিছুদিন ধরেই সিগারেটের নেশা ত্যাগ করার কথা ভাবছিলেন।
শুক্রবার রাতেও আমির স্বীকার করেছেন যে তিনি ধূমপান ‘উপভোগ করেন’, বছরের পর বছর ধরে এতে আসক্ত। তবে এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক- তরুণ প্রজন্মকে বারবার স্মরণ করান ‘মিস্টার পারফেকশনিস্ট’।
আরও পড়ুন: কাজ করবো নাকি সমালোচনার জবাব দেবো : দেব
শুক্রবার আমির ছেলেকে পাশে নিয়ে বলেন, ‘আমি ধূমপান ছেড়ে দিয়েছি, ধূমপান এমন একটি বিষয়, যা আমি খুব পছন্দ করি। তামাক এমন একটি জিনিস, যা আমি উপভোগ করি। এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। কারও এটা করা উচিত নয়।’
আমির আরও বলেন, ‘আর যারা দেখছেন বা শুনছেন, তাদেরও বলতে চাই, দয়া করে এটা বন্ধ করুন। এটা কোনো ভালো অভ্যাস নয়।’
এসি/ আই.কে.জে/