ছবি: সংগৃহীত
অভিনেত্রী ঊর্মিলা ভালোবেসে বিয়ে করেছিলেন ভিন্নধর্মে। কিন্তু ৮ বছরের দাম্পত্য জীবন এখন বিচ্ছেদের মুখে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ১০ বছরের ছোট স্বামী মহসিন আখতার মীরের থেকে বিচ্ছেদ চেয়ে মামলা করেছেন বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর।
মুম্বাই আদালতের একটি অজ্ঞাতনামা সূত্র এই তথ্য শেয়ার করেছে। বিচ্ছেদের কারণ এখনও প্রকাশ্যে আসেনি। সূত্রটি জানায়, ‘খুব ভেবেচিন্তেই মহসিনের সঙ্গে বিয়েতে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন ঊর্মিলা। ইতিমধ্যেই আদালতে ডিভোর্সের আবেদন করেছেন তিনি। বিচ্ছেদের কারণ এখনও জানা না গেলেও পারস্পরিক শর্তে বিবাহবিচ্ছেদ হচ্ছে না।’
২০১৪ সালে ডিজাইনার মণীশ মালহোত্রার ভাইঝির বিয়েতে কাশ্মীরের ব্যবসায়ী ও মডেল মহসিনের সঙ্গে ঊর্মিলার প্রথম দেখা হয়। সেখান থেকেই শুরু এই ভালোবাার গল্প। ২০১৬ সালে ঊর্মিলা ও মহসিন অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়েছিলেন, তারপরে বিয়ে করেছিলেন।
আরও পড়ুন: নিজেকে ভালোবাসলে জীবন সুন্দর হয়ে ওঠে : পরীমণি
শুধু মুসলিম পাত্রকে বিয়ে করার জন্য, বয়সের ফারাক নিয়েও কম কটাক্ষ শুনতে হয়নি ঊর্মিলাকে। দুজনের মধ্যে ১০ বছরের বয়সের ব্যবধান নিয়ে আলোড়ন পড়েছিল সামাজিক মাধ্যমে। তবে প্রকাশ্যে সবসময়ই নিজেদের সুখী দম্পতি হিসাবেই তুলে ধরেছেন তারা।ঊর্মিলার জীবন বরাবরই একটি খোলা বই, তবে তার স্বামী মহসিন সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না।
তবে সেভাবে ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে পারেননি। একটা সময় গ্ল্যামার জগত থেকে অনেকটা হারিয়ে যান এই অভিনেত্রী। ২০১৯ সালে ভারতীয় কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন মুম্বাই থেকে। কিন্তু ভাগ্য সহায় হয়নি। রাজনীতিতেও সেভাবে এগুতে পারেননি আর।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এসি/কেবি