বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত *** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন *** নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ *** ‘নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না’ *** ‘কাজের টোপ’ দিয়ে রাশিয়ায় নিয়ে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে যুদ্ধে *** পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না: শফিকুর রহমান

মহাকাশে কেন ইঁদুর পাঠাল চীন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৭ পূর্বাহ্ন, ৩রা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো তিনজন নভোচারীর সঙ্গে চারটি ইঁদুরকে মহাকাশে পাঠিয়েছে চীন। গবেষণার জন্য ৩১শে অক্টোবর রাতের দিকে জিয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে শেনঝো ২১ মহাকাশ যানটি উৎক্ষেপণ করা হয়।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, নভোচারীরা প্রায় ছয় মাস ধরে মহাকাশ স্টেশনে অবস্থান করবেন এবং এই সময়ের মধ্যে তারা ২৭টি বৈজ্ঞানিক প্রকল্প সম্পন্ন করবেন। অন্যদিকে, ইঁদুর চারটি পৃথিবীতে ফিরে আসবে পাঁচ থেকে সাত দিনের মধ্যে।

শেনঝো ২১ মহাকাশ যানটি উৎক্ষেপণের তিন ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে তিয়াংগং মহাকাশ স্টেশনের সঙ্গে সংযুক্ত হয়।

মিশনে অংশ নেওয়া নভোচারীরা হলেন—কমান্ডার ঝাং লু, ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ফেই এবং পে-লোড স্পেশালিস্ট ঝাং হংঝাং। তারা ছয় মাসব্যাপী তিয়াংগং স্টেশনে বৈজ্ঞানিক পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ কাজ করবেন।

মিশনের সঙ্গে যে চারটি ইঁদুর পাঠানো হয়েছে তাদের মধ্যে দুটি পুরুষ ও দুটি স্ত্রী লিঙ্গের। এই পরীক্ষা চীনের মহাকাশ গবেষণার জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করবে, যেখানে মাইক্রোগ্র্যাভিটির প্রভাব প্রাণীজ এবং মানবদেহে কীভাবে কাজ করে, তা বোঝার চেষ্টা করা হবে।

২০২১ সালে চীন তিয়াংগং মহাকাশ স্টেশন নির্মাণ করে এবং তারপর থেকে প্রতি ছয় মাস পর পর তারা নভোচারীদের দল পাঠানোর কাজ চালিয়ে যাচ্ছে। এটি ছিল চীনের সপ্তম মহাকাশ মিশন।

জে.এস/

চীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250