ছবি: সংগৃহীত
নিউইয়র্কের একটি নিলাম অনুষ্ঠানে অতি-ধনী ব্যক্তিদের নিয়ে ব্যঙ্গ করা ‘আমেরিকা’ শিরোনামের সম্পূর্ণ কার্যকরী একটি খাঁটি সোনার কমোড ১২.১ মিলিয়ন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৪৭ লাখ টাকা) বিক্রি হয়েছে।
দেয়ালে একটি কলা টেপ দিয়ে লাগিয়ে বিখ্যাত হওয়া ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের তৈরি টয়লেটটি নিউইয়র্কের সথেবি’সের নিলামে ওঠে। ১০১ কিলোগ্রাম ওজনের, ১৮-ক্যারেট সোনার তৈরি এই শিল্পকর্মটির প্রাথমিক বিড ছিল প্রায় ১০ মিলিয়ন ডলার।
ক্যাটেলান বলেছেন, ‘আমেরিকা’ শিরোনামের এই শিল্পকর্মটি অতি-সম্পদ নিয়ে ব্যঙ্গ করে তৈরি। তিনি একবার বলেছিলেন, ‘আপনি যা-ই খান না কেন, ২০০ ডলারের মধ্যাহ্নভোজ বা ২ ডলারের হট ডগ, টয়লেটের দিক থেকে ফলাফল একই।’ তথ্যসূত্র: এনডিটিভি।
সথেবি’স এই কমোডটিকে ‘শিল্প উৎপাদন এবং পণ্যের মূল্যের সংঘাতের ওপর একটি তীক্ষ্ণ মন্তব্য’ বলে অভিহিত করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সংগ্রাহকের মালিকানাধীন এই টয়লেটটি ছিল ক্যাটেলানের ২০১৬ সালে তৈরি করা দুটি টয়লেটের মধ্যে একটি। অন্যটি ২০১৬ সালে নিউইয়র্কের গুগেনহেইম মিউজিয়ামে প্রদর্শিত হয়েছিল।
পরে টয়লেটটি ইংল্যান্ডের ব্লেনহেইম প্যালেসে প্রদর্শনের সময় চুরি হয়ে যায়।
টয়লেট চুরির ঘটনায় দুজনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, তবে তারা টয়লেটটি দিয়ে কী করেছে তা স্পষ্ট নয়। তদন্তকারীরা এর অবস্থান সম্পর্কে নিশ্চিত নন, তবে মনে করা হয় যে এটি সম্ভবত ভেঙে টুকরো করা হয়েছে এবং গলিয়ে ফেলা হয়েছে।
নিলামের আগের সপ্তাহগুলোতে সথেবি’সের নিউইয়র্ক সদর দপ্তরে ‘আমেরিকা’ শিল্পকর্মটি প্রদর্শিত হয়েছিল।
জে.এস/
খবরটি শেয়ার করুন