বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কিশোরগঞ্জের ইউএনও হিসেবে নিয়োগ পেলেন সাবেক লাক্স সুন্দরী *** ডোনাল্ড ট্রাম্পের মুখে ‘বর্ণবাদের দুর্গন্ধ’ *** আগামীকাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন জোবাইদা রহমান *** তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শানোর’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার *** ৭ দিন নীরবতার পর ইমরানের টুইট, ভেঙে দিলেন দলের রাজনৈতিক কমিটি *** তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দৃশ্যমান দ্বিধা ও অদৃশ্য বাধা *** আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা *** খালেদা জিয়ার সঙ্গে যাবেন ১৪ জন, থাকবেন পুত্রবধূ শামিলা, ছয় চিকিৎসক *** অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, আপিল বিভাগে হাইকোর্টের রায় বহাল *** দেশে আসছেন জোবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি

১ কোটি ৪৭ লাখ টাকায় বিক্রি হলো সোনার কমোড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৩ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের একটি নিলাম অনুষ্ঠানে অতি-ধনী ব্যক্তিদের নিয়ে ব্যঙ্গ করা ‘আমেরিকা’ শিরোনামের সম্পূর্ণ কার্যকরী একটি খাঁটি সোনার কমোড ১২.১ মিলিয়ন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৪৭ লাখ টাকা) বিক্রি হয়েছে।

দেয়ালে একটি কলা টেপ দিয়ে লাগিয়ে বিখ্যাত হওয়া ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের তৈরি টয়লেটটি নিউইয়র্কের সথেবি’সের নিলামে ওঠে। ১০১ কিলোগ্রাম  ওজনের, ১৮-ক্যারেট সোনার তৈরি এই শিল্পকর্মটির প্রাথমিক বিড ছিল প্রায় ১০ মিলিয়ন ডলার।

ক্যাটেলান বলেছেন, ‘আমেরিকা’ শিরোনামের এই শিল্পকর্মটি অতি-সম্পদ নিয়ে ব্যঙ্গ করে তৈরি। তিনি একবার বলেছিলেন, ‘আপনি যা-ই খান না কেন, ২০০ ডলারের মধ্যাহ্নভোজ বা ২ ডলারের হট ডগ, টয়লেটের দিক থেকে ফলাফল একই।’ তথ্যসূত্র: এনডিটিভি।

সথেবি’স এই কমোডটিকে ‘শিল্প উৎপাদন এবং পণ্যের মূল্যের সংঘাতের ওপর একটি তীক্ষ্ণ মন্তব্য’ বলে অভিহিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সংগ্রাহকের মালিকানাধীন এই টয়লেটটি ছিল ক্যাটেলানের ২০১৬ সালে তৈরি করা দুটি টয়লেটের মধ্যে একটি। অন্যটি ২০১৬ সালে নিউইয়র্কের গুগেনহেইম মিউজিয়ামে প্রদর্শিত হয়েছিল।

পরে টয়লেটটি ইংল্যান্ডের ব্লেনহেইম প্যালেসে প্রদর্শনের সময় চুরি হয়ে যায়।

টয়লেট চুরির ঘটনায় দুজনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, তবে তারা টয়লেটটি দিয়ে কী করেছে তা স্পষ্ট নয়। তদন্তকারীরা এর অবস্থান সম্পর্কে নিশ্চিত নন, তবে মনে করা হয় যে এটি সম্ভবত ভেঙে টুকরো করা হয়েছে এবং গলিয়ে ফেলা হয়েছে।

নিলামের আগের সপ্তাহগুলোতে সথেবি’সের নিউইয়র্ক সদর দপ্তরে ‘আমেরিকা’ শিল্পকর্মটি প্রদর্শিত হয়েছিল।

জে.এস/

সোনার কমোড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250