ছবি: সংগৃহীত
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক ও বিশ্লেষক সরোজ মেহেদীর প্রথম গল্পগ্রন্থ ‘মায়াজাল’। জীবনের নানা ঘটনা, দুঃখ-হাসি-কান্না, সমাজে চলা অনিয়ম-অনাচার কখনো মানবিক বোধে, কখনো ব্যাঙ্গাত্মক উপায়ে গল্পে গল্পে তুলে ধরেছেন লেখক। এ বইয়ের গল্পে প্রচলিত শৃঙ্খল ভেঙে দেওয়ার বিদ্রোহের ডাক যেমন দিয়েছেন, আবার শুনিয়েছেন নতুন দিনের আশার কথা।
সৃজন থেকে প্রকাশিত বইটি বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ২৮৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। ১৭০ টাকায় বইটি কিনতে পারবেন পাঠকরা। এছাড়া রকমারি-সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বইটি পাওয়া যাবে।
গত বছরের বইমেলায় সরোজ মেহেদীর করোনায় ভারত ভ্রমণ, বসবাস ও বন্দী জীবনের ভাবনা-দর্শনমূলক বই ‘চেনা নগরে অচিন সময়ে’ প্রকাশিত হয়, যা পাঠকমহলে ব্যাপক সাড়া জাগায়।
জানতে চাইলে সরোজ মেহেদী বলেন, যে জীবন যাপন করছি; যে স্নেহ, প্রীতি, প্রেম নিয়ে আমাদের রোজকার বন্ধন; যে অনাচার আর অবিচারকে সঙ্গী করে এই দেশে আমাদের দিন গুজরান; সে জীবনটার চারপাশ গল্পে গল্পে উঠে এসেছে। কখনো ব্যঙ্গ প্রকাশে, কখনো বিদ্রোহে। কখনোবা মানবিক বোধে। কখনো-সখনো দুয়ারে এসে উঁকি দিয়েছে প্রেম। পুরুষ মানুষ শেষ পর্যন্ত প্রেমিক বলে কথা! তার জীবনে প্রেম বারবার আসে! সেইসব অনুভূতি আর কথাই পাঠক গল্পে গল্পে খুঁজে পাবেন।
‘এই বই শুধু গল্পচ্ছলে বিনোদন দেয় না। পাঠককে নিয়ে যায় ইতিহাসের কাছে। একটি দুঃসময়ের সাক্ষ্য বহন করে এসব গল্প’, যোগ করেন লেখক।
‘মায়াজাল’ বইয়ের গল্পগুলো ২০১১ থেকে ২০২২ সালের মধ্যে লেখা। যে সময়টাতে ভীষণভাবে প্রাণবিক অধিকার ভূলুণ্ঠিত হচ্ছিল। এককেন্দ্রিক শাসনের চূড়ায় এসে এই সমাজকে যেন কিছু না বলার, না দেখার বোবায় ধরেছিল। সে সময়টায় লেখক গুটিকয় তাদের একজন; যারা কলমসহ বিক্রি হয়ে যাননি। ফলে প্রতিটি গল্পের পরতে পরতে সেই সমাজ, শাসনচিত্র, শাসক ও মানসচিত্র ফুটে উঠে।
কখনো কথক নিজেকে নিজেই ভর্ৎসনা করেন। কখনো আবার তার জবানীতে সমাজপতিরা উঠে আসে ব্যঙ্গাত্মক উপমায়। এ শুধু গল্প নয়। গল্পচ্ছলে এক দশকের ইতিহাসের পাঠও। এই গল্প গল্পের আড়ালে সময়ের অনিবার্য সত্য তুলে ধরে। সময়ের কাছে সময়ের সাক্ষ্য বহন করে নিয়ে চলে। ফলে বহমান কাল ধরতে কখনো কেউ না কেউ এসব গল্পে চোখ তুলে তাকাবে বলে লেখক বিশ্বাস করেন।
এই বইয়ের গল্পের সঙ্গে অন্য গল্পের পার্থক্য হলো-এ গল্প পাঠককে চিরায়ত আনন্দের সঙ্গে ইতিহাসেরও পাঠ দেয়। এ গল্প পাঠককে এমন এক দুঃসময়ের সাক্ষ্য দেয় যে সময়টাতে একটা জনপদ অন্ধকারে ঢাকা পড়েছিল।
লেখক সরোজ মেহেদী একাধারে একজন একাডেমিশিয়ান, মিডিয়া বিশ্লেষক, গবেষক ও সাহিত্যিক। তিনি বর্তমানে ইউনিভাসির্টি অব লিবারেল আর্টস বাংলাদেশ-ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে লেকচারার হিসেবে কর্মরত। ঢাকা বিশ্ববিদ্যালয়, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ-সহ দেশের বেশ কয়েকটি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন।
২০১৯ সালে জার্মানি থেকে তুর্কি ভাষায় তার প্রথম বই প্রকাশিত হয়।
হা.শা./ আই.কে.জে
খবরটি শেয়ার করুন