সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এক কাপ চায়ের দাম দেড় লাখ টাকা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সম্প্রতি দুবাইয়ের বোহো ক্যাফেতে বাজারে এসেছে এক বিশেষ চা, যার দাম প্রায় দেড় লাখ টাকা! চায়ের সঙ্গে পাওয়া যাবে রূপার কাপ, যা একেবারে ফ্রি। এই চা, যা গোল্ড কাড়াক নামে পরিচিত, সোনার গুঁড়া এবং স্বর্ণের তবকসহ পরিবেশন করা হয়, যা অবশ্যই সবার দৃষ্টি আকর্ষণ করেছে।

এটা এমন এক সময় ঘটেছে যখন সোনার দাম অত্যন্ত বেশি, আর সোনার দোকানেও ক্রেতারা যাওয়ার আগে দ্বিধা বোধ করছেন।

আরো পড়ুন : এবার ভাড়ায় পাওয়া যাবে প্রেমিকা, বাসন মাজাসহ করবেন অনেক কিছু!

এটি দুবাইয়ের ডিআইএফসি-এর অ্যামিরেটস ফিন্যান্সিয়াল টাওয়ারে অবস্থিত, যেখানে গত মাসে ক্যাফেটির যাত্রা শুরু হয়। এই ক্যাফের মেন্যুতে দুই ধরনের খাবারের অপশন পাওয়া যাবে: একদিকে বিলাসবহুল খাবারের অফার যেমন সোনার গুঁড়া ছড়ানো ক্রোয়াসো, অন্যদিকে সাশ্রয়ী ভারতীয় স্ট্রিট ফুডের মেন্যু। ফলে, এখানে সব শ্রেণির অতিথির জন্য কিছু না কিছু রয়েছে।

সার্বিকভাবে, এই ক্যাফে শুধু বিলাসিতা নয়, একটি নতুন অভিজ্ঞতা পেতে আগ্রহীদের জন্য একটি উজ্জ্বল গন্তব্য হয়ে উঠেছে।

এস/কেবি


চা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন