সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আইএমএফের তৃতীয় কিস্তির অর্থ যোগ হলো, বাড়লো রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪০ পূর্বাহ্ন, ২৮শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের তৃতীয় কিস্তি পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৭ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে  তৃতীয় কিস্তির ১১৫ কোটি মার্কিন ডলার যোগ হয়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৬৫০ কোটি বা ২৬ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, বৃহস্পতিবার আইএমএফের ঋণের কিস্তির ১ দশমিক ১৫ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যোগ হয়েছে। এতে রিজার্ভের পরিমাণও বেড়েছে। এ ছাড়া আমরা কোরিয়া, আইবিআরডি, আইডিবি ইত্যাদির মতো অন্যান্য উৎস থেকে প্রায় ৯০০ মিলিয়ন ডলার পেয়েছি।

তিনি আরও বলেন, গ্রস রিজার্ভ প্রায় ২৬ দশমিক ৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

গত সোমবার বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণচুক্তির আওতায় তৃতীয় কিস্তি ছাড়ের অনুমোদন দেয় আইএমএফ।

আই.কে.জে/


রিজার্ভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন