সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ওল যেভাবে রান্না করলে গলা চুলকাবে না

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্ষার অন্যতম সবজি হলো ওল৷ তবে ওলের সঙ্গে পুরনো প্রবাদ জড়িয়ে আছে। বলা হয়, ‘ওল খেলে, গলা ধরে’। অনেকে এই ভয়ে ওল খান না। তবে এরও সমাধান আছে। তবে চলুন জেনে নিই ওল যেভাবে রান্না করলে গলা চুলকাবে না সে সম্পর্কে- 

ভালোভাবে রান্না না করলে ওলের কারণে গলায় চুলকানি হতে পারে। পরিষ্কার করে খোসা ছাড়িয়ে রান্না করতে হবে ওল। বেশি তাপমাত্রায় কষিয়ে রান্না করলে ওল খেলে গলা ধরবে না।

ওল কচু রান্না করার আগে অন্তত ৩০ মিনিট লবণ দিয়ে মাখিয়ে রাখুন। এতে কষ বের হয়ে যাবে। লবণ মাখানো কচু একটি ছিদ্রযুক্ত জালিতে নিয়ে কয়েকবার ঝাঁকিয়ে নিন। এরপর পানি দিয়ে আবার ভালো করে ধুয়ে নিন।

আরো পড়ুন : ওজন কমাবে জিরা চা

ওল রান্না করার সময়ে অনেকটা রসুন কুচি আর সামান্য তেঁতুল বা লেবুর রস দিন। রান্না শেষ করার ৫ মিনিট আগে লেবু বা তেঁতুল তরকারিতে দেবেন। এভাবে রান্না করলে খাওয়ার সময়ে গলা ধরবে না। এছাড়া রসুন কুচি তেলে ভেজেও ব্যবহার করতে পারেন। 

ওলের তরকারিতে বেশি করে টমেটো ব্যবহার করুন। এটি লেবুর রস, তেঁতুলের বিকল্প হিসেবে কাজ করবে। 

ওল খেলে গলা চুলকায় কেন?

এই সবজিতে আছে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টালস। এজন্যই মুখ আর গলা চুলকায়। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক পুষ্প।

এস/কেবি

ওল কচু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন