শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পরিস্থিতি অত্যন্ত সংকটময়, যে করেই হোক ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়’ *** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর

১৭৮ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩১ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে চট্টগ্রামে প্রথম ইনিংসে ৫৩১ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। ফলে স্বাগতিকরা প্রথম ইনিংসে থেমেছে ১৭৮ রানেই, লঙ্কানদের চেয়ে পিছিয়ে আছে ৩৫৩ রানের ব্যবধানে। 

তাইজুল ইসলাম ও জাকির হাসান মিলেই আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন। গতকাল ২৮ রানে দিনশেষ করা জাকির আজ সকালেই তুলে নিয়েছেন নিজের ফিফটি। তবে এরপর আর ইনিংস বড় করতে পারেননি তিনি, দলীয় ৯৬ রানে বিশ্ব ফার্নান্দোর বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৫৪ রানে সাজঘরে ফিরেন তিনি। 

এরপর ক্রিজে তাইজুলের সঙ্গী হন অধিনায়ক নাজমুল শান্ত। তবে টাইগার অধিনায়ক আরও একবার হতাশ করেছেন দলকে। প্রয়োজনের সময়ে তিনি উইকেটে টিকতে পেরেছেন কেবল ১১ বল, সাজঘরে ফিরেছেন কেবল ১ রান করেই।

এদিকে লঙ্কান বোলারদের সামলে আজ বেশ ভালোই খেলছিলেন তাইজুল ইসলাম। কিন্তু দ্রুত দুই উইকেট হারানোর পর হার মানতে হয়েছে তাকেও। তবে ফেরার আগে ৬১ বল খেলেছেন তিনি, করেছেন ২২ রান। এদিকে মধ্যাহ্নবিরতির আগে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। এদিকে বিরতি থেকে ফিরেও সুবিধা করে ওঠতে পারেনি বাংলাদেশ। দীর্ঘ এক বছর পর সাদা পোশাকে মাঠে নামা সাকিব আল হাসান আউট হয়েছেন ২৩ বলে ১৫ রান করে। 

আরও পড়ুন: যেসব আমল দিয়ে লাইলাতুল কদর পালনের পরামর্শ মুশফিকুর রহিমের

সাকিব ফেরার পর হতাশ করেছেন লিটন দাসও। সিলেট টেস্টে অবিবেচকের মত শট খেলে আউট হওয়া এই ব্যাটার আজ আউট হয়েছেন ৩ বলে ৪ রান করে। এক ওভারেই সাকিব-লিটনকে ফিরিয়েছেন আসিতা ফার্নান্দো। এরপর ক্রিজে মুমিনুলের সঙ্গী হয়েছিলেন শাহাদত দিপু। তবে তিনিও দলের প্রয়োজনে প্রতিরোধ গড়তে পারেননি। এদিকে দীপু ফেরার পর মুমিনুলের সঙ্গে জুটি গড়ার চেষ্টায় ছিলেন মেহেদী মিরাজ। 

তবে শেষ পর্যন্ত তিনিও পারেননি নিজের উইকেট রক্ষা করতে। প্রবাদ জয়সুরিয়ার বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হয়েছেন তিনি। এদিকে এক প্রান্তে নিয়মিত উইকেট হারানোর মাঝেও অপরপ্রান্তে ভরসার প্রতীক হয়ে ছিলেন মুমিনুল। তবে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে তাকেও। ফার্নান্দোর বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে তিনি সাজঘরে ফিরেছেন ৮৪ বলে ৩৩ রান করে। মুমিনুল ফেরার পর টাইগাররাও অলআউট হয়েছে ১৭৮ রানেই। 

এদিকে বাংলাদেশকে অলআউট করার পর ফলো অন করানোর সুযোগ ছিল লঙ্কানদের। তবে সে পথে হাটেননি ধনঞ্জায়া ডি সিলভা, দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমেছে সফরকারীরা। 

এসকে/

শ্রীলঙ্কা টেস্ট সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250