রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৫ জেলায় নতুন ডিসি *** জাহানারার যৌন হয়রানির অভিযোগ: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন *** খালেদ মুহিউদ্দীনের ইংরেজি জ্ঞান নিয়ে উদ্বেগ কেন? *** প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন *** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী *** কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান *** রাজশাহীর প্রশংসা উপদেষ্টা আসিফ নজরুলের, এড়িয়ে গেলেন নির্বাচন প্রসঙ্গ *** আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম *** দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল: বাংলাদেশ ব্যাংক গভর্নর *** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপ!

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের ঘোষিত সময়রেখা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, ইরান ও ইসরায়েলের মধ্যে প্রস্তাবিত যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। গতকাল সোমবার (২৩শে জুন) ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা (২২: ০০ জিএমটি) নাগাদ ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প জানান, যুদ্ধবিরতি ‘এখন থেকে প্রায় ৬ ঘণ্টার মধ্যে’ কার্যকর হতে শুরু করবে। খবর আল জাজিরার।

এ ছয় ঘণ্টার সময়রেখা ইরান ও ইসরায়েলকে তাদের ‘চূড়ান্ত অভিযান’ গুটিয়ে নিতে এবং সম্পন্ন করার জন্য দেওয়া হয়েছিল। এটি শেষ হয়েছে গ্রিনিচ মান সময় (জিএমটি) ভোর ৪টায়, অর্থাৎ ইসরায়েলে সকাল ৭টা এবং তেহরানে সকাল ৭টা ৩০ মিনিটে।

ট্রাম্পের ওই ঘোষণা অনুযায়ী, প্রথমে যুদ্ধবিরতি কার্যকর ইরান শুরু করবে। আজ মঙ্গলবার (২৪শে জুন) জিএমটি ভোর ৪টা থেকে ইরান যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে। এরপর ১২ ঘণ্টা পর ইসরায়েল যুদ্ধবিরতি শুরু করবে, যা তাদের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা (১৬টা জিএমটি) থেকে কার্যকর হবে।

ইসরায়েলকে ১২ ঘণ্টা ধরে যুদ্ধবিরতি মেনে চলতে হবে, এর পরে এটিকে ‘পূর্ণ কার্যকর’ বলে গণ্য করা হবে। ট্রাম্প বলেছেন, এ সময়রেখাটি তিনি যেটিকে ‘বারো দিনের যুদ্ধ’ বলে অভিহিত করেছেন, সেই ইসরায়েল ও ইরানের মধ্যেকার সংঘাতের ‘আনুষ্ঠানিক সমাপ্তি’ চিহ্নিত করবে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এ ঘোষণা  একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধবিরতির এই সময়রেখা উভয় পক্ষের জন্য পরিস্থিতি শান্ত করার এবং সম্ভাব্য বৃহত্তর সংঘাত এড়ানোর একটি সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। তবে, এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা-কল্পনা চলছে।

আরএইচ/

ইরান-ইসরায়েল যুদ্ধ ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের ঘোষিত সময়রেখা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250