শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শাহজালাল বিমানবন্দরে নাশকতার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেবে সরকার *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

উপাচার্য নিয়োগের দাবিতে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অবিলম্বে উপাচার্য নিয়োগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। শনিবার (২১শে সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ফের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে কুষ্টিয়া ও ঝিনাইদহ অভিমুখে উভয়দিকে যানজটের সৃষ্টি হয়। এর আগে শুক্রবার (২০শে সেপ্টেম্বর)  বিকেলেও একই দাবিতে মহাসড়ক অবরোধ ও গত সপ্তাহে দুদফায় বিক্ষোভ ও ছাত্র সমাবেশে করেন ইবি শিক্ষার্থীরা।

শনিবার বেলা ১১টায় ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি সোয়া ১১টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়কে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়। এতে বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এসময় তারা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনতিবিলম্বে উপাচার্য নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এছাড়া রোববারের মধ্যে উপাচার্য নিয়োগ না হলে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়ে সাড়ে ১২টার পর রাস্তা ছেড়ে দেন তারা।    

আরো পড়ুন : ঢাবিতে ছাত্র–শিক্ষক–কর্মচারীদের দলীয় রাজনীতি বন্ধের সিদ্ধান্ত

এসময় শিক্ষার্থীরা বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হলেও ইবিতে এখনও কেন দেওয়া হলো না? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, কিভাবে দাবি আদায় করতে হয় সেটি ছাত্রসমাজ ভালোভাবেই জানে। আমাদেরকে আরও কঠোর আন্দোলন যেতে বাধ্য করবেন না। অতি শীঘ্রই আমরা একজন সৎ, যোগ্য একাডেমিশিয়ান, দুর্নীতিমুক্ত ও শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগের দাবি জানাচ্ছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, শিক্ষার্থীদের বিরোধীতা করবে এমন উপাচার্য আমরা চাই না। এখন সংস্কারের সময়, আর পিছনে তাকানোর সুযোগ নেই। দুর্নীতির দায়ে অভিযুক্ত কেউ উপাচার্য হলে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

আবির/এস/কেবি

ইসলামী বিশ্ববিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250