শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রার্থিতা ফিরে পেতে আপিলের সপ্তম শুনানি আজ *** খলিল, তৈয়্যব ও আখতার বিমানের নতুন পরিচালক হওয়ায় নানা প্রশ্ন *** আসন সমঝোতায় এনসিপি কত পেল, ইসলামী আন্দোলনের কী হলো *** যমুনায় তারেক রহমানের পৌনে ২ ঘণ্টা *** ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি *** রাজধানীতে শনিবার গণমাধ্যম সম্মিলন *** বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ *** নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ক্রিকেটারদের, বিসিবির ‘না’ *** যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট *** বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

আসন সমঝোতায় এনসিপি কত পেল, ইসলামী আন্দোলনের কী হলো

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১০ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলনকে ছাড়াই জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটের মধ্যে ২৫৩টি আসন বন্টন নিয়ে আপাতত সমঝোতা হয়েছে। তবে, চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটির জন্য ৪০–৪৫ আসন রাখা হয়েছে বলে জোটের একটি সূত্র নিশ্চিত করেছে। জামায়াত নেতারা আশা করছেন, ইসলামী আন্দোলন শিগগিরই তাদের সিদ্ধান্ত জানাবে।

নির্বাচনী ঐক্যের চূড়ান্ত ঘোষণা দেওয়ার জন্য আজ বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ১০ দলের নেতারা। সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৫৩টি আসনে সমঝোতার কথা ঘোষণা দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

ঘোষণা অনুযায়ী, সমঝোতার ২৫৩ আসনের মধ্যে জামায়াতে ইসলামী ১৭৯ টি আসনে নির্বাচনে লড়বে। এ ছাড়া এনসিপি ৩০ টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০ টি, খেলাফত মজলিস ১০ টি, এলডিপি ৭ টি, নেজামে ইসলাম পার্টি ২ টি, এবি পার্টি ৩টি এবং ডেভেলপমেন্ট পার্টি ২টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবে।

এর বাইরে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন সমঝোতার বিষয়ে সংবাদ সম্মেলনে কোনো তথ্য জানানো হয়নি। তবে জোটের একটি সূত্রে জানিয়েছে, ইসলামী আন্দোলন ৪০–৪৫টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ১ টি ও খেলাফত আন্দোলনকে ১ টি আসন দেওয়া হতে পারে।

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘কয়েকটা আসনে এখনো সিদ্ধান্ত নেওয়া বাকি, তা জানানো হবে। ইসলামী আন্দোলন এখানে আজ আসেনি। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। আমরা আশা করছি, তারা শিগগিরই তাদের সিদ্ধান্ত জানাবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এহসানুল মাহবুব জোবায়ের, , এলডিপির চেয়ারম্যান কর্ণেল ওলি আহমেদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, খেলাফত মজলিশের মহাসচিব আহমাদ আব্দুর কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির আনোয়ারুল হক, সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া প্রমুখ।

এদিকে আসন সমঝোতার ঘোষণার সংবাদ সম্মেলনে অংশ নেয়নি ইসলামী আন্দোলন। এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, আগামীকাল শুক্রবার বেলা ৩টার দিকে সংবাদ সম্মেলন করবে তারা। সেখানে জোটের বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করবেন দলটির নেতারা। এর আগে দুপুরে ইসলামী আন্দোলনকে ছাড়াই জরুরি বৈঠক করেন বাকি ১০ দলের নেতারা।

আসন সমঝোতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250