শুক্রবার, ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়িটির প্রসঙ্গে যা বললেন সুলতানা কামাল *** 'মঙ্গল শোভাযাত্রা' নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদনের প্রয়োজন হবে: ইউনেস্কো *** পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার *** পাকিস্তানের ক্ষমা চাওয়াসহ তিন বিষয়ে সুরাহা চেয়েছে বাংলাদেশ *** ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান বাংলাদেশের *** ছয় মাসে কী সংস্কার করা হয়েছে, প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের *** ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ *** কিস্তি ছাড়ের বিষয়ে আলোচনা চলবে: আইএমএফ *** সংশোধিত ওয়াক্ফ আইন স্থগিত করলেন ভারতের সুপ্রিম কোর্ট *** হিন্দু নারীর বিয়ে, বিচ্ছেদ, সম্পত্তিতে উত্তরাধিকার বিষয়ে পারিবারিক আইনে সংস্কার প্রযোজন

মানুষের মতোই সংবেদনশীল যে সব প্রাণি!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভালোবাসা অথবা শোক পালনের বিষয়টি শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ, এমনটা নয়। অনেক প্রাণি আছে যারা তাদের সঙ্গীর মৃত্যু বা বিচ্ছেদের পর গভীর শোক প্রকাশ করে। চলুন জেনে নিই, মানুষ ছাড়াও সঙ্গীর বিরহে শোক পালন করে যেসব প্রাণি- 

কাক

কাকের বুদ্ধিমত্তা অত্যন্ত প্রখর। কোনো কাক মারা গেলে তার দলীয় সদস্যরা মৃত কাকের চারপাশে জড়ো হয়ে শোক পালন করে। তারা মৃতদেহের কাছে দীর্ঘক্ষণ থাকে এবং ডাকাডাকি বা উচ্চস্বরে চিৎকার করে। যা অনেক সময় শোক প্রকাশের আচরণ বলে মনে করা হয়।

হাতি

হাতি অত্যন্ত সামাজিক এবং আবেগপ্রবণ প্রাণি। তাদের পরিবারের সদস্য বা সঙ্গীর মৃত্যু হলে তারা শোক পালন করে। মৃত হাতির পাশে দাঁড়িয়ে নিঃশব্দে সময় কাটায়, মৃতদেহ স্পর্শ করে এবং শুঁড় দিয়ে তাকে নেড়ে দেখার চেষ্টা করে। এমনকি অনেক সময় মৃতদেহের ওপর মাটি বা পাতা ফেলে সমাধি দেওয়ার মতো আচরণও করে।

আরো পড়ুন : পৃথিবীর শেষ রাস্তা কোথায় জানেন?

ডলফিন

ডলফিন অত্যন্ত বুদ্ধিমান এবং সংবেদনশীল প্রাণি। সঙ্গী বা দলের কোনো সদস্য মারা গেলে তারা তাকে ঘিরে জড়ো হয় এবং অনেকক্ষণ ধরে মৃতদেহের কাছে থাকে। কিছু প্রজাতির ডলফিন মৃতদেহকে পানির উপরে ভাসিয়ে রাখারও চেষ্টা করে, যেন মৃতদেহ ডুবে না যায়।

বানর ও শিম্পাঞ্জি

বানর ও শিম্পাঞ্জিরা তাদের পরিবারের সদস্য বা সঙ্গীর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে। শিম্পাঞ্জিরা মৃতদেহের কাছে বসে থাকে এবং কখনো কখনো মৃতদেহকে নাড়িয়ে দেখার চেষ্টা করে। কিছু প্রজাতির বানর তাদের মৃত সন্তানের দেহকে দীর্ঘ সময় ধরে বহন করে চলে।

পেঙ্গুইন

পেঙ্গুইন সাধারণত একগামী এবং সঙ্গীর প্রতি অত্যন্ত নিবেদিত। কোনো পেঙ্গুইনের সঙ্গী মারা গেলে সে একা বসে থাকে, খাদ্য গ্রহণ বন্ধ করে দেয় এবং কখনো কখনো নিজের দলের সঙ্গে মেলামেশাও কমিয়ে দেয়।

নেকড়ে

নেকড়ে অত্যন্ত পারিবারিক প্রকৃতির প্রাণি এবং সঙ্গীর মৃত্যু হলে তারা শোক পালন করে। সঙ্গীর অভাব তাদের আচরণে স্পষ্ট হয়ে ওঠে। তারা অনেক সময় একা হয়ে যায় এবং দলের সঙ্গে কম সময় কাটায়।

হাঁস ও রাজহাঁস

রাজহাঁস এবং কিছু প্রজাতির হাঁস জীবনভর একটি সঙ্গী বেছে নেয়। সঙ্গীর মৃত্যু হলে এরা গভীর শোক পালন করে এবং অনেক সময় নতুন সঙ্গীও বেছে নেয় না।

কুকুর

কুকুর মানুষের প্রতি যেমন অনুগত, তেমনি তাদের নিজেদের সঙ্গীর প্রতিও। সঙ্গী বা প্রিয়জন মারা গেলে কুকুর বিষণ্ন হয়ে পড়ে। অনেক সময় তারা খাদ্য গ্রহণ বন্ধ করে দেয় এবং দীর্ঘদিন বিষণ্ন অবস্থায় থাকে।

তিমি

তিমি অত্যন্ত সামাজিক প্রাণি এবং তারা নিজেদের দলের সদস্যদের মৃত্যুতে শোক প্রকাশ করে। তিমিরা মৃত সদস্যকে ঘিরে সাঁতার কাটে এবং এক ধরনের শোক সংগীত (ভোকালাইজেশন) তৈরি করে। এমনকি সঙ্গীর বিরহে এরা আত্মহত্যা কিংবা দলনেতা মারা গেলে দলের বাকি সদস্যরা স্বেচ্ছা মৃত্যু বেছে নেয়।

সূত্র: ডয়েচে ভেলে, ডিসকভারি

এস/ আই.কে.জে/ 


প্রাণি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন