শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন *** ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম *** প্রশাসনে বিশেষ দলের লোক বসিয়ে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে: গোলাম পরওয়ার *** বিএনপির ধানের শীষ নিয়ে অযথা টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের *** ট্রাম্পের আশাভঙ্গ, শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা *** মানুষের শরীরে শূকরের যকৃৎ, চীনা চিকিৎসকদের সাফল্য *** মাহফুজ-সারজিসরা গণ–অভ্যুত্থানের প্রকৃত নায়ক নন, যা বললেন মুজাহিদুল ইসলাম সেলিম *** দায়মুক্তি পাচ্ছেন ডিজিটাল নিরাপত্তা আইনের ৮টি ধারার মামলার আসামিরা *** নোবেল না পেলে ট্রাম্পের প্রতিক্রিয়া কী হবে—শঙ্কিত নরওয়ে *** অবশেষে গাজায় শান্তির আভাস, শান্তিচুক্তি সই

হাসপাতালেই বিয়ে করলেন প্যালেস্টাইনের দুই চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিয়ের কথা ছিল সেই গেলো বছরের নভেম্বরে। কিন্তু ততদিনে ব্যাপক লড়াই শুরু হয়ে গেছে প্যালেস্টাইনের গাজা উপত্যকায়। কিছুদিনের মধ্যেই লড়াই থামবে এ আশায় স্থগিত করা হয় দুই চিকিৎসকের বিয়ে। কিন্তু দেখতে দেখতে পাঁচ মাস পেরিয়ে গেলেও লড়াই থামার নাম নেই। তাই নিজেদের কর্মস্থলেই অনাড়ম্বর বিয়ে সেরে নিয়েছেন তারা। 

ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্যালেস্টাইনের ডাক্তার থায়ের দাবাবেশ এবং তার বাগদত্তা আসমা জাবের গাজার শিফা হাসপাতালে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। আগে থেকেই নভেম্বরে নির্ধারিত ছিল তাদের বিয়ের তারিখ। কিন্তু উভয়ের বাড়িই ধ্বংস হয়ে যায় ইসরায়েলি হামলায়। ফলে অনির্দিষ্টকালের জন্য তাদের বিয়ে স্থগিত করতে বাধ্য হন তারা।

আরও পড়ুন: রোজা না রেখে বাইরে খাওয়ায় নাইজেরিয়ায় গ্রেফতার ১১

অবশেষে মঙ্গলবার আশ-শিফা হাসপাতালেই অনাড়ম্বরভাবে নিজেদের বিয়ে সেরে নেন এই দুজন। এ সময় তাদের পরনে বাড়তি কোনো সাজ ছিল না। কনে আসমার পরনে ছিল সাধারণ পোশাক, আর বরের গায়ে ছিল মেডিকেল অ্যাপ্রন। বিয়েতে তাদের পরিবারের তেমন কেউ উপস্থিত হতে পারেননি। বাস্তুচ্যুত হয়ে অন্যত্র চলে যাওয়ায় এ অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভবপর ছিল না তাদের পক্ষে। ফলে বন্ধুবান্ধব ও সহকর্মীদের উপস্থিতিতেই তারা বিয়ের কাজ সারেন।

গত ৭ই অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী অব্যাহতভাবে গাজায় হামলা চালাতে শুরু করে। এতে পুরো গাজার জীবনযাপনের ধারাই পাল্টে যায়। দৈনন্দিন সব কাজের চেয়ে নিজেদের জীবন বাঁচানো, হতাহতদের নিয়ে ছোটোছুটি করাই এখন তাদের সবচেয়ে বড় দায়িত্ব হয়ে পড়েছে। খাবার-পানি-চিকিৎসার চরম ঘাটতির মধ্যে অনিশ্চিত জীবন কাটছে তাদের। কবে নাগাদ এ যুদ্ধ শেষ হবে, এ পরিস্থিতি পাল্টাবে- এর জবাব নেই কারো কাছেই। ফলে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসী এখন চরম দুর্ভিক্ষের মুখোমুখি হতে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এসকে/ 

প্যালেস্টাইন আশ-শিফা হাসপাতাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250