ছবি : সংগৃহীত
এই গরমে ঘুমাতে গিয়ে দেখা যায়, আশপাশের চেয়ে বিছানাটা বেশি গরম হয়ে আছে। গা এলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘেমে শেষ। এর কারণ হলো, দিনভর রোদের প্রত্যক্ষ বা পরোক্ষ তাপ বিছানার তোশক বা ম্যাট্রেস শোষণ করে। সূর্যাস্তের পরও সেটা সহজে স্বাভাবিক হয় না। রাতেও বেশ কয়েক ঘণ্টা পর্যন্ত সেই তাপ বিছানায় থেকে যায়। সাধারণত তুলা বা ফোম জাতীয় যেসব উপাদান দিয়ে তোশক বা ম্যাট্রেস তৈরি হয়, সেগুলো খুব সহজে তাপ কমাতে পারে না। এসব দ্রুত ঠান্ডা করার জন্য তাই ‘বিশেষ পদ্ধতি’র সাহায্য নিতে হয়। চলুন জানা যাক এসি ছাড়াই বিছানা ঠান্ডা রাখার কিছু অনুষঙ্গ-
এসিতে অনেকেই অস্বস্তি বোধ করেন, অনেকের আবার এসি নেই। আবার দেখা যায় এসি ঘরে কম্ফোর্টারে বাইরের তাপ ঠিকই নিবারণ হচ্ছে কিন্তু ম্যাস্ট্রেসের গরমে ঘুমের মাঝে ঘেমে উঠছেন। এ ক্ষেত্রে বিছানা শীতলকরণের (বেড কুলিং সিস্টেম) পদ্ধতিগুলো বেশ উপকারী। বিছানার তাপমাত্রা কমাতে এই অনুষঙ্গগুলো কাজে লাগিয়ে দেখতে পারেন।
কুলিং ম্যাট্রেস প্যাড
এটি খুবই হালকা কাপড়ে তৈরি, বিছানা শীতল করতে ব্যবহৃত হয়। এটি সহজেই বিছানায় সেট করা যায়, দরকার মতো ওয়াশিং মেশিনেও পরিষ্কার করা যায়। রাতভর এটি আপনার শরীরের তাপমাত্রা বুঝে বিছানা শীতল করবে, এমনকি এটি ‘ময়েশ্চার উইকিং’ পদ্ধতিতে ঘামও শুষে নেয়।
কমফোর্ট স্লিপ সিস্টেম
বাজারে একধরনের যন্ত্র পাওয়া যায়, যেটা বিছানা ঠান্ডা ও গরম করার জন্যই তৈরি (কুলিং অ্যান্ড ওয়ার্মিং স্লিপ সিস্টেম)। যেখানে একটি ঠান্ডা বাতাসবাহী টিউব সহজে ম্যাস্ট্রেস প্যাডের ভেতরে ঢুকিয়ে পুরো ম্যাস্ট্রেস শীতল করা যায়। রিমোট বা ফোনের অ্যাপ দিয়ে খুব সহজে এটি নিয়ন্ত্রণ করা যায়। বিছানার যে কোনো প্রান্তে এটি সহজে সেট করা যায়। এর শীতল বায়ুপ্রবাহ পুরো ম্যাস্ট্রেসকে শীতল ও আরামদায়ক করে তোলে, ফলে এই গরমেও নির্বিঘ্ন ঘুম নিশ্চিত করা যায়। এ ছাড়া এতে থাকে ‘ড্রাই এয়ার অপশন’ ফলে গরমের আর্দ্র ও স্যাঁতসেঁতে ভাবও কেটে যায়।
আরো পড়ুন : এসি ছাড়া ঘর ঠান্ডা রাখবেন যেভাবে
কুলিং কম্বল
শরীর ও বিছানা শীতল রাখার জন্য এই পাতলা কম্বলগুলোর একপাশে থাকে শীতলীকরণ অংশ, অন্য পাশে সুতি কাপড় (কটন ফেব্রিক)। এই কম্বল বা চাদরগুলো ঘুমানোর সময় শরীরের তাপমাত্রা অনেকটা কমিয়ে আনতে পারে। এটি এসির মতো ঠান্ডা না করলেও বিছানার অতিরিক্ত তাপ শুষে শরীরকে শীতল রাখে। সহজে পরিবহনযোগ্য ও ওয়াশিং মেশিনেও ধোয়া যায়। ঘুমানোর সময় যারা কোনো যন্ত্র পছন্দ করেন না, তাদের জন্য কুলিং ব্ল্যাঙ্কেট হতে পারে প্রথম পছন্দ। অনলাইনের বিভিন্ন দোকানে কুলিং ব্ল্যাঙ্কেট নামে এটি কিনতে পারবেন।
ওয়াটার কুলিং সিস্টেম
পানিযুক্ত এই বেড কুলিং সিস্টেম দেখতে অনেকটা কুলিং ফ্যানের মতো। নাম ম্যাট্রেস কুলার। তবে এটি একটি যন্ত্র, যা ম্যাট্রেসের মধ্যে ঠান্ডা পানি সরবরাহ করে। এটি সাধারণত সব ধরনের ম্যাট্রেসে সেট করা যায়। এটি শুধু তাপমাত্রা কমিয়ে আনে না, বরং বাতাসকে করে ঠান্ডা ও বিশুদ্ধ।
কুলিং ম্যাট্রেস কভার
কভার থেকে বিছানা শীতল হবে। এই কুলিং কভারটি বিছানার ম্যাট্রেসের সঙ্গে খুব সহজেই চেইন দিয়ে লাগিয়ে রাখা যায়। এটি শুধু ম্যাট্রেস শীতল করে এমন নয়, বরং সুন্দর ও আরামদায়ক ঘুমের জন্য রাতের বিভিন্ন সময়ে প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা পরিবর্তন করে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখে। এ ছাড়া এটি ভাইব্রেশন অ্যালার্মের মাধ্যমে আপনাকে জাগিয়ে তুলতে পারে। এর স্মার্ট সিস্টেম আপনার ঘুমের গুণগত মান, শ্বাস-প্রশ্বাস ও হার্টবিটের রেট মেপে দিতে পারে।
কিছু কিছু বিছানা শীতলীকরণ যন্ত্র অল্প বিস্তর শব্দ তৈরি করতে পারে। কেনার আগে তাই যাচাই করে নেওয়া ভালো। সরাসরি দেখার সুযোগ না থাকলে বিশ্বাসযোগ্য রিভিউ দেখে তারপর কিনুন। অনেক যন্ত্রের আকার ফ্যামিলি সাইজের, আবার কোনোটা সিঙ্গেলদের জন্য। তাই অর্ডার করার আগে বুঝে নেওয়া জরুরি। দেশে অনেক অনলাইন শপ আছে, যারা এই ধরনের পণ্য বিক্রি করে, অনেকে আবার অর্ডার পাওয়ার পর এনে দিতে কিছুটা সময় চেয়ে নেন। সেখানে অর্ডার করে ঘরে বসেই এসব যন্ত্র পাওয়া সম্ভব।
সূত্র: রিডার্স ডাইজেস্ট
এস/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন