শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট

‘বইমেলা আমাদের আবেগের জায়গা’

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০৭ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সমালোচক তুষার দাশ। যার কবিতার বইয়ের মলাট থেকেই পাঠকের শুরু হয়ে যায় বইটির মধ্যে প্রবেশ করা। কবিতার বইয়ের মলাটে নামটি দেখামাত্র পাঠক বুঝতে পারেন, এই কবির বসবাস এমন কবিতার জগতে, যেখানে তার সমসাময়িক কালের খুব কম কবিরই বসতঘর আছে। প্রথাগত রীতির বাইরে এসে যে কয়েকজন কবি কবিতা-নির্মাণ করছেন, তাদের মধ্যে তুষার দাশ নিঃসন্দেহে অন্যতম (জন্ম- ১৩ই নভেম্বর, ১৯৫৭ খ্রিষ্টাব্দ)। তার কবিতায় নতুন স্বর দুই বাংলার পাঠকের কাছে প্রতিষ্ঠিত।

তুষার দাশ নিজত্ব সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। কবিতার বৈশিষ্ট্য, মনন ও মেজাজে তিনি স্বতন্ত্রধারার কবি। কবিতায় তিনি বহুমুখী-পন্থা প্রয়োগ করেছেন। এর অনেক উপাদান তার নিজস্ব। তার নিজস্ব ও শক্তিশালী দিকগুলোই তার কবিতাকে কালোত্তীর্ণ করবে। অমর একুশের বইমেলাকে সামনে রেখে পাঠকনন্দিত এই কবির মুখোমুখি হয়েছিল সুখবর ডটকম। তার সাক্ষাৎকার নিয়েছেন সুখবরের বিশেষ প্রতিবেদক

চল্লিশ বছর ধরে দেশে ও দেশের বাইরে নানা পত্রিকায় লেখেন তুষার দাশ। আসন্ন একুশের বইমেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘বইমেলা আমাদের আবেগের জায়গা। জাতীয়ভাবেও। এবারের বইমেলাও সর্বাঙ্গ সুন্দর ও সফল হোক। এটাই চাই। পাঠক বই কেনেন, প্রকাশক বিক্রি করেন, লেখকরা আড্ডা দিয়ে খুশি। সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ হয় সবার। এই আনন্দই বইমেলার বিষয়।’

তিনি বলেন, ‘এবারের একুশে বই মেলা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। বাংলা একাডেমি তাদের কাজ ঠিকঠাক করবে, শুধু এটুকুই প্রত্যাশা। আমি পরামর্শ দেওয়ার লায়েক নই। মেলা তো মেলার মতোই চলে।’

কর্মজীবনে বিচিত্র পেশায় নিয়োজিত থেকেছেন তুষার দাশ। লাইব্রেরির বইয়ের তালিকা তৈরি থেকে শুরু করে পত্রিকায় প্রুফ রিডিং, সম্পাদনা ও বিজ্ঞাপনী সংস্থা গড়ে তোলার কাজ করেছেন তিনি। ঢাকার বাইরে বাংলা একাডেমি বইমেলার আয়োজন করতে পারে কী না, এক্ষেত্রে কী কী উদ্যোগ নেওয়া প্রয়োজন, এমন জিজ্ঞাসার উত্তরে তিনি বলেন, ‘ওটা বাংলা একাডেমির কাজ নয়। এজন্যে জাতীয় গ্রন্থকেন্দ্র আছে।’

কবি তুষার দাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের কৃতি ছাত্র হিসেবে অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি লাভ করেন। তিনি ‘অধুনা’ পত্রিকায় কবি শামসুর রাহমানের সম্পাদনা সহকারী হিসেবে কাজ করতে গিয়ে কবির ঘনিষ্ঠ সাহচর্য লাভ করেন। তিনি জানান, ‘এবারের বই মেলায় আমার নতুন কোনো ধরনের বই আসছে না।’

শান্তনু/কেবি

অমর একুশে বইমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন