ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফ পৌরসভায় সাড়ে ১০ কেজি স্বর্ণসহ দুই পাচারকারী রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য সাড়ে ১১ কোটি ৭৫ লাখ টাকা।
তারা হলেন- মিয়ানমারের মংডু সুদাপাড়ার হাফিজুর রহমান (২৮) ও একই এলাকার আনোয়ার (৩০)।
মঙ্গলবার (১৭ই সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমেকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, টেকনাফ পৌরসভার অলিয়াবাদের বাসিন্দা প্রবাসী আবদুল হকের বাড়িতে মিয়ানমার থেকে আনা স্বর্ণের বড় চালান মজুত করে রাখে। খবর পেয়ে বিজিবির একটি দল সোমবার রাতে সেখানে অভিযান চালিয়ে সাড়ে ১০ কেজি স্বর্ণালংকারসহ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ১১ কোটি টাকা। এ সময় পালানোর চেষ্টাকালে ওই দুই রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়।
ওআ/কেবি
খবরটি শেয়ার করুন