মঙ্গলবার, ২রা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নুরের ওপর হামলার পর আ.লীগ-জাপাসহ ১৪ দলের বিচারে একমত ২২ দল *** গাজীপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো নাজমুল করিমকে *** চীনে খোশ গল্পে মত্ত সি–পুতিন–মোদি, জ্বলছেন কী ট্রাম্প *** পুতিনের অপেক্ষায় ভারতের ১৪০ কোটি মানুষ: মোদি *** দোন্নারুম্মা সিটিতে, ইউনাইটেডে ল্যামেন্স, এদেরসন ফেনারবাচেতে *** ‘মবকারীরা’ ৩০০ আসনে ভাগ হয়ে যাবে, সুবিধা করতে পারবে না : আমেরিকান দূতকে সিইসি *** জাতীয় পার্টিকে নিষিদ্ধের প্রশ্নে বিএনপির দ্বিমত কেন? *** প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, গুজবে মনোযোগ না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের *** চার দিন বন্ধ থাকার পর মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু *** আজই তাহলে সিরিজ বাংলাদেশের, খেলা দেখবেন কোথায়

নুরের ওপর হামলার পর আ.লীগ-জাপাসহ ১৪ দলের বিচারে একমত ২২ দল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১১ পূর্বাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার বিচারের দাবিতে বিএনপিসহ ২২টি দলের ঐকমত্য হয়েছে। দলগুলো এখন আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৪-দলীয় জোটের বিচার চাইছে। সোমবার (১লা সেপ্টেম্বর) বিকেল ৫টায় গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয়ে এক সভায় এ বিষয়ে একমত হয় তারা। পরে সোমবার রাতে ২২ দলের যৌথ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ২২টি রাজনৈতিক দলের সভায় রাজনৈতিক নেতারা নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানান। তারা এ হামলাকে জুলাই বিপ্লবের বিরুদ্ধে গুরুতর ষড়যন্ত্র বলে অভিহিত করেন এবং নিম্নোক্ত সিদ্ধান্ত নেন।

১। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজনৈতিক দলসমূহ ঐক্যবদ্ধ কর্মসূচি নেবে।

২। ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও দোষীদের গ্রেপ্তার করতে হবে।

৩। ফ্যাসিবাদবিরোধী শক্তিসমূহের মধ্যে একতা সংহত করতে হবে।

৪। ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার করতে হবে।

৫। নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদবিরোধী শক্তির সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্যসচিব আরিফ সোহেল, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান, আব্দুজ জাহের, সরকার নুরে এরশাদ সিদ্দিকী, হাবিবুর রহমান রিজু প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানি আব্দুল্লাহ, যুগ্ম সদস্যসচিব আনোয়ার শাহাদাৎ টুটুল, খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন আহমেদ, ভাসানী জনশক্তি পার্টির মুখপাত্র আব্দুল কাদের, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য শাহ নুরুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, জাতীয় সাম্যবাদীর সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, এনডিএমের মহাসচিব মোমিনুল আমিন, জাতীয় দল চেয়ারম্যান এহসানুল হুদা, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, জাতীয় পার্টি কাজী জাফরের আহসান হাবীব লিংকন, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, এনপিপির মহাসচিব মোস্তফা ও গণতান্ত্রিক পার্টির মহাসচিব সাইফুল আলম।

আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আক্তার, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। উল্লেখ্য, সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

রাজনৈতিক দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন