মঙ্গলবার, ৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যারা শুল্ক কমানোর অনুরোধ করেছে, তাদের সঙ্গে আলোচনা করা হবে: ট্রাম্প *** সিলেটসহ বিভিন্ন স্থানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ *** দেশবাসীকে নিয়ে ‘মার্চ ফর গাজা'য় অংশ নেবেন মাহমুদউল্লাহ *** রাষ্ট্রপতি পদক পেলেন পুলিশ সদস্য রিয়াদ *** স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান বাংলাদেশের *** ভারতের রাষ্ট্রপতির সম্মতি, ওয়াক্‌ফ বিল আইনে পরিণত *** ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে ক্রিকেটাররা *** পাল্টা শুল্ক স্থগিতের অনুরোধ করে ট্রাম্পকে চিঠি প্রধান উপদেষ্টার *** প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা–১ পর্বতের চূড়ায় বাবর আলী *** ‘ইন্ডিয়ান আইডল’ কলকাতার মানসী ঘোষ

তারুণ্য ধরে রাখবে গ্রিন ডায়েট

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৫ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ত্বকের তারুণ্য ধরে রাখতে অনেকে সময় ও অর্থ খরচ করেন। তবে আপনি যদি গ্রিন ডায়েট করা শুরু করেন, তাহলে অল্প কিছুদিনের মধ্যেই পাবেন ফলাফল। ওজন কমবে, বাড়বে ত্বকের তারুণ্যও। 

গ্রিন ডায়েট 

গ্রিন ডায়েট মূলত সবুজ শাকসবজির ডায়েট। সব ধরনের শাকসবজি, ফল, বিভিন্ন জাতের ডাল, সয়া, বিভিন্ন ধরনের বাদাম ইত্যাদি থাকে এ ডায়েটে। এসব খাবার পরিমাণ অনুযায়ী বয়স, ওজন ও উচ্চতা অনুযায়ী সঠিক বিএমআই ও বিএমআর নির্ণয় করে দিনের ৬ বেলা খাবারের সময় ভাগ করে এই ডায়েটে সংযুক্ত করা হয়ে থাকে। গ্রিন ডায়েটে কোনো প্রাণীজ খাদ্য থাকবে না। অপ্রক্রিয়াজাত উদ্ভিজ্জ খাবার অর্থাৎ মাছ, মাংস, ডিম, দুধ কোনটিই এ ডায়েটে থাকে না। 

এই ডায়েটে কেমন খাবার থাকবে

বিভিন্ন ধরনের সালাদ, নিরামিষ, স্যুপ, বিভিন্ন ফলের স্মুদি, নারকেলের দুধ, বিভিন্ন ধরনের সবজি দিয়ে ভর্তা, ডালের বড়া, কুমড়োর বড়ি, সয়া বড়ি দিয়ে তরকারি ইত্যাদি থাকবে এ ডায়েটে। এই রান্নাগুলো খুব সহজেই করা যায় এবং খরচও কম হয়। উত্তরবঙ্গের একটি সহজলভ্য খাবার পেলকা। এতে বিভিন্ন ধরনের শাক, খাবারের সোডা, সামান্য হলুদ, লবণ, পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে রান্না করা হয়। কোনো প্রকার তেল ছাড়াই এ খাবারটি রান্না করা হয়। এই পেলকাতে সজনে পাতা দেয়া হয়। এ পাতায় দুধের থেকেও তিনগুণ বেশি ক্যালসিয়াম রয়েছে। এছাড়াও এর অসংখ্য পুষ্টিগুণ রয়েছে।

আরো পড়ুন : বৃষ্টিতে ভিজে নাক বন্ধ?

গ্রিন ডায়েট কেন করবেন 

গ্রিন ডায়েট কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে, যার ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে। এছাড়া যাদের টাইপ টু ডায়াবেটিস রয়েছে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এ ডায়েট পদ্ধতি। যাদের অনেক বেশি ওজন অর্থাৎ ওবেসিটি আছে, তাদের ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে গ্রিন ডায়েট। এই ডায়েটে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাশাপাশি সৌন্দর্য বাড়ায়। 

যা মানতে হবে

•   প্রতিদিন কমপক্ষে ২-৩ লিটার পানি পান করতে হবে। 

•   অতিরিক্ত মসলাযুক্ত, ডুবোতেলে ভাজা খাবার, ফাস্টফুড পরিহার করতে হবে। প্রতিদিন ঋতুভিত্তিক ফল খাওয়ার চেষ্টা করতে হবে।

• কোনো ধরনের কোমল পানীয় পান করা যাবে না এবং বাইরের জুস, শরবত থেকে নিজেকে বিরত রাখতে হবে। যাদের দুধ চা ও কফির অভ্যাস রয়েছে তারা  এইসবের পরিবর্তে গ্রিন টি, ওলংটি, তুলসি চা অথবা মসলা চা পান করতে পারেন।

•  প্রতিদিন কমপক্ষে ৬-৭ ঘন্টা ঘুমাতে হবে, রাতের খাবার ঘুমানোর ২ ঘন্টা আগে শেষ করতে হবে।

•   কোনো ধরনের মানসিক চাপ নেয়া যাবে না। পাশাপাশি শারীরিক পরিশ্রম করতে হবে।

এস/ আই.কে.জে/

ত্বকের যত্ন তারুণ্য গ্রিন ডায়েট স্বাস্থ্যকর খাদ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন