ছবি: সংগৃহীত
সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় কাউকে অভিনয় না করার বিষয়ে টুইট করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এরপরই নেটিজেনরা ধারণা করছেন, নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করেই এমন পোস্ট করেছেন অভিনেত্রী। তিনি কেবল অনুপম খেরই হতে পারেন।
স্বস্তিকার টুইটটি ছিল, ‘কেউ আর রবি ঠাকুরের চরিত্রে অভিনয় করবেন না। লোকটিকে একা ছেড়ে দিন। ’সবার ধারণা যে অনুপম খেরকে উদ্দেশ্য করেই অভিনেত্রীর এমন পোস্ট।
তবে এই পোস্টের সঙ্গে ভিন্ন মত পোষণ করা মন্তব্যের ঝড় উঠেছে। আবার কেউ লিখেছেন, কোনো উদ্দেশ্যেই রবি ঠাকুরের চরিত্রে অভিনয় করা উচিত নয়? বাংলা তাকে ভালো করে চেনে।
আবার কেউ কেউ মন্তব্য করেছেন, ‘আমরা যদি তার ব্যক্তিত্বকে মর্যাদার সাথে তুলে ধরতে পারি, তবে তা দিয়ে একটি চলচ্চিত্র তৈরি করা যেতে পারে।’
আরও পড়ুন: চিরসবুজ নায়িকা পূর্ণিমার আজ জন্মদিন
মাত্র দুদিন আগে অভিনেতা অনুপম খের তার আসন্ন চলচ্চিত্রের ঘোষণা করেন যেখানে তাকে ঠাকুরের ভূমিকায় দেখা যাবে এবং এরই রেশ ধরে দুইদিন পরে স্বস্তিকা মুখার্জির টুইটটি আসে।
গত সপ্তাহে অনুপম খের শেয়ার করেছিলেন যে তিনি তার ৫৩৮তম সিনেমায় রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করবেন।
প্রথম লুক শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘আমার ৫৩৮তম প্রজেক্টে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে চিত্রিত করতে পেরে আনন্দিত। যথা সময়ে বিস্তারিত প্রকাশ করবো। এটা আমার সৌভাগ্য যে আমি পর্দায় গুরুদেবকে মূর্ত করার সুযোগ পেয়েছি। শিগগির আমি এই ফিল্ম সম্পর্কে আরও তথ্য আপনার সঙ্গে শেয়ার করবো।’
ফার্স্ট লুকের ছবিতে অনুপম সাদা চুল আর লম্বা দাড়ি ও রবি ঠাকুরের মতো পোশাক পরে কবির মতোই পোজ করেছেন। সেই ছবিতে রবি ঠাকুরে সঙ্গে অনুপমের বেশ মিল পাওয়া গেছে।
এসি/