বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএল নিলামে তিন টাইগার পেসার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩

#

ওয়ানডে বিশ্বকাপের পর ফের বেজে ওঠেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দামামা। এতে নতুন মাত্রা যোগ করেছে সবথেকে জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এদিকে আইপিএল নিলামে নাম ওঠেছে বাংলাদেশি তিন পেসারের।

আইপিএলের আসন্ন আসরের নিলামের জন্য চূড়ান্ত করা হয়েছে ক্রিকেটারদের তালিকা। এ তালিকায় নাম আছে ৩৩৩ জন ক্রিকেটারের। এদের মধ্যে আছেন তিন টাইগার পেসার- মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।

আইপিএলের গত আসরে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে খেলেছেন সাকিব আল হাসান, লিটন দাস এবং মুস্তাফিজ। তবে আসন্ন আসরের জন্য এই তিনজনকে দলে ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজিরা।

এদিকে নিলামে তাসকিন, শরিফুল, মুস্তাফিজদের নাম থাকলেও তারা দলে ডাক পাবেন কিনা তা নিশ্চিত নয়। কেননা ৩৩৩জন ক্রিকেটারের মধ্য থেকে দল পাবেন ১০৭ জন। এদের মধ্যে আবার ৭৭জনই থাকবেন স্থানীয় অর্থাৎ ভারতীয় ক্রিকেটার।

আরো পড়ুন: জাপানকে উড়িয়ে বাংলাদেশের দারুণ জয়

বিদেশী ক্রিকেটারদের মধ্য থেকে আইপিএলের সবগুলো দল মিলিয়ে সর্বোচ্চ ৩০ জন ক্রিকেটারকে এবারের নিলাম থেকে নিতে পারবে। এদিকে এবারের নিলামে রয়েছেন বড় তারকা ক্রিকেটাররা, আছেন অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো ট্রাভিস হেডও, ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও আফগানিস্তানের মুজিব উর রহমান।

এবারের নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি, তাসকিনের ৭৫ লাখ ও শরিফুলের  ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।

এসকে/ 

আইপিএল তাসকিন আহমেদ মোস্তাফিজুর ইন্ডিয়া শরিফুল

খবরটি শেয়ার করুন