সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে ইসির সংলাপ আজ, কাল নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে *** জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের *** অ্যানথ্রাক্স প্রতিরোধে রংপুর বিভাগে ৩০ লাখ টিকা সরবরাহ করবে এলআরআই *** ধনসম্পদের দেবী লক্ষ্মীর পূজা আজ *** শহিদুল আলমদের জাহাজের ওপর দিয়ে উড়ে গেল ‘ইসরায়েলি সামরিক বিমান’ *** ধর্ম অবমাননার বিরুদ্ধে আরও কঠোর আইন প্রয়োজন: ছাত্রশিবির *** ফেব্রুয়ারিতেই অমর একুশে বইমেলা চায় সাংস্কৃতিক ঐক্য *** দুই দশক পর গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার *** দায়িত্ব ছাড়ার আগে উপদেষ্টাদের পাসপোর্ট জব্দ করা উচিত: মাসুদ কামাল *** ৬১ শতাংশ আমেরিকান ইহুদির বিশ্বাস ইসরায়েল ‘যুদ্ধাপরাধী’

ফেব্রুয়ারিতেই অমর একুশে বইমেলা চায় সাংস্কৃতিক ঐক্য

সংস্কৃতি প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রতি বছরের মতো আগামী বছরেও অমর একুশে বইমেলা যাতে ফেব্রুয়ারি মাসজুড়ে আয়োজন করা হয়, সেই দাবি জানিয়েছে ৩১টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মোর্চা গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। মোর্চার নেতারা বলছেন, নির্বাচন বা রমজানের দোহাই দিয়ে সুস্থ সংস্কৃতিচর্চার কেন্দ্র বইমেলা বন্ধ করা যাবে না।

রাজধানীর বাংলা একাডেমির সামনে আজ রোববার (৫ই অক্টোবর) বেলা ১১টার দিকে এক সমাবেশে এই দাবি জানান তারা। সমাবেশ শেষে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের কাছে একটি স্মারকলিপিও তুলে দেন সাংস্কৃতিক ঐক্যের নেতারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের কারণে অমর একুশে বইমেলা-২০২৬-এর সময় এগিয়ে এনে ডিসেম্বর-জানুয়ারিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বাংলা একাডেমি। পরে অবশ্য তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে স্থগিত করা হয়।

বাংলা একাডেমির সামনে আয়োজিত সমাবেশে উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম বলেন, ‘স্বাধীনতাবিরোধী, প্রগতিবিরোধী চক্র বাঙালির চেতনাকে ধূলিসাৎ করে পাকিস্তানি চেতনায় ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলমান রেখেছে। বইমেলা বন্ধের ষড়যন্ত্র এরই অংশ। সরকারকে বলছি, আপনারা ডানে-বামে তাকান। আপনারা সব জায়গায় স্বাধীনতাবিরোধী চক্রকে জায়গা দিচ্ছেন। তারা একের পর এক বাঙালির চেতনাকে নষ্ট করার ষড়যন্ত্র করছে।’

বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক আমিরুন নুজহাত মনীষা বলেন, শোষণমুক্ত সমাজ গড়ার আন্দোলন ছিল একুশের লড়াই। সেখান থেকে এই বইমেলা। প্রতিবছর এই মেলা ঘিরে মানুষের মধ্যে আগ্রহ থাকে। সুস্থ বিনোদনের অভাব বাংলাদেশে। কোনো কারণে সব ধরনের সুস্থ সংস্কৃতিচর্চা বন্ধ হয়ে যাচ্ছে। এই বইমেলা সুস্থ সংস্কৃতিচর্চার কেন্দ্র। এখান থেকে শিশুরা বই পড়ার অভ্যাস তৈরি করে। নির্বাচন কোনো দোহাই না, রমজান কোনো দোহাই না। রমজানেও সবকিছু চলে। এই কথা বলে ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলা বন্ধ করা যাবে না।

একুশের বইমেলা শুধু ‘বই কেনাবেচার হাট নয়’ উল্লেখ করে ভাসানী পরিষদের সদস্য বেলাল চৌধুরী বলেন, ‘বইমেলার সঙ্গে আমাদের রাষ্ট্রভাষার সংগ্রামের ঐতিহ্য যুক্ত। নির্বাচনের কারণে বইমেলা ফেব্রুয়ারি থেকে সরিয়ে অন্য মাসে কিংবা বন্ধ করা যাবে না। যারা সরকারের মধ্যে প্রতিক্রিয়াশীল, তারা এসব সিদ্ধান্ত নিচ্ছেন। এই সিদ্ধান্ত প্রগতির বিরুদ্ধে।’

সাংস্কৃতিক ঐক্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250