ছবি: সংগৃহীত
ষোলোতম আইপিএলের গ্রুপ পর্ব শেষ। নানা নাটকীয়তায় নিশ্চিত হয়েছে প্লে অফের চার দল। বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস, লখনৌ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্স শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করেছে।
সবার প্রথমে প্লে অফের টিকিট পায় বর্তমান চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। এরপর দ্বিতীয় দল হিসেবে প্লে অফে এন্ট্রি হয় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থান অর্জন করে সিএসকে। এরপর ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে তৃতীয় দল হিসেবে প্লে অফে প্রবেশ করে লখনৌ সুপার জায়ান্টস।
রোববার মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ ছিল। দিনের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চার নম্বরে পৌঁছে যায় রোহিত শর্মার মুম্বাই। তারপর মুম্বাইয়ের নজরে ছিল ব্যাঙ্গালুরু বনাম গুজরাটের ম্যাচে। গুজরাটের কাছে ব্যাঙ্গালুরু ৬ উইকেটে হেরে যাওয়ায় প্লে অফের চতুর্থ দল হিসেবে যোগ্যতা অর্জন করে ফেলে মুম্বাই। এই ম্যাচে ব্যাঙ্গালুরু জিতে গেলে স্বপ্নভঙ্গ হত মুম্বাইয়ের।
আগামী ২৩ মে থেকে শুরু হচ্ছে শেষ চারের ম্যাচ। কোয়ালিফায়ার ১ ম্যাচটিতে মুখোমুখি হয়ে থাকে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল। মঙ্গলবার চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে খেলতে নামবে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। যে জিতবে সে যাবে ফাইনালে। হারলে অপেক্ষা করতে হবে কোয়ালিফায়ার-২ ম্যাচের জন্য।
আরো পড়ুন: চেলসিকে হারিয়ে সিটির শিরোপা উদ্যাপন
এলিমিনেটর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে যে হারবে, তারই বিদায় নিশ্চিত হবে আইপিএল থেকে। যে জিতবে সে খেলবে কোয়ালিফায়ার ২-এ কোয়ালিফায়ার ১-এ পরাজিত দলের সাথে। আগামী শুক্রবার অনুষ্ঠিত সেই ম্যাচের জয়ী দল যাবে ফাইনালে।
আগামী রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএলের এই আসরের ফাইনাল ম্যাচটি।
এম/