বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজশাহীতে আ.লীগ নেতার তিন ছেলে-মেয়ের জামিন *** খাগড়াছড়িতে ধর্ষণ ও হামলার ঘটনায় আজ তথ্যানুসন্ধান দল পাঠাচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটি *** শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশ প্রধান উপদেষ্টার *** ৭ বছর পর জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়া *** একাধিক দেশের পাসপোর্টধারী ও নাগরিক বলে কাকে ইঙ্গিত করলেন উপদেষ্টা *** তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চের সামনে বুধবার যা ঘটল *** ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্ধের চেষ্টা, পুলিশের হস্তক্ষেপ *** দুদকের মামলার আসামি হওয়ার একদিন পর ট্রাইব্যুনালের ‘বিচারক’ *** ভারতের পররাষ্ট্রসচিবের বক্তব্য ‘অযৌক্তিক’: তৌহিদ হোসেন *** ১৫–১৮ই নভেম্বরের মধ্যে গণভোট সম্ভব, হিসাব দিলেন জামায়াত নেতা তাহের

আজই বলে ফেলুন, মনের মানুষটিকে মনের কথা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অনেক দিন একই সাথে চলা–ফেরা ও পড়াশোনা করছেন পছন্দের মানুষটির সাথে। কখনো বুঝতে দেননি তাকে নিয়ে আপনার যত জ্বল্পনা–কল্পনা। মুখ ফুটে এখনো বলা হয়ে উঠছে না মনের কথাটি।

‘ক্রাশ‘ কখন যে ভালবাসায় পরিণত হয়ে গেছে তা বোঝার ক্ষমতাও ছিল না। যতবারই তাকে মনের কথা বলতে গিয়েছেন ততবারই সব গুলিয়ে ফেলেছেন। বেশি দিন ধরে এমন অবস্থা চলতে থাকলে তো বিপদ! মনের কথা মুখে আনতে যদি দেরি হয়, তা হলে দু’জনে একসঙ্গে হাত ধরে ‘তিন ভুবনের পারে’ দাঁড়ানোর স্বপ্ন অধরাই থেকে যাবে। 

মাত্র পাঁচ উপায়ে এই জটিল সমস্যা সহজ হয়ে যেতে পারে। যেমন:-

১) সঠিক সময় এবং স্থান বেছে নিতে হবে

সব কিছুরই সঠিক সময় থাকে। তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। সাধারণ কিছু কথা বলে দু’জনকে সহজ হওয়ার চেষ্টা করতে হবে। সঙ্গী কেমন জায়গা পছন্দ করেন, সেই দিকেও নজর দিতে হবে।

২) আগে থেকে ভেবে রাখতে হবে

মনের কথা প্রকাশ করার আগে, কী কী বলবেন তা ভাল করে গুছিয়ে নিতে হবে। আপনি উল্টো দিকের মানুষটিকে নিয়ে কী ভাবেন, তিনি আপনার কতটা জুড়ে রয়েছেন—এ সব শুধু জানলার ধারে বসে ভাবলেই হবে না। গুছিয়ে তাকে বলতেও হবে।

৩) দুর্বলতা ঢাকার প্রয়োজন নেই

আপনি যে আপনার সঙ্গীর প্রতি দুর্বল, লজ্জা না পেয়ে জানিয়ে দিতে হবে। সঙ্গে উল্টো দিকের মানুষটি আপনার জীবনে কতটা প্রভাব ফেলতে শুরু করেছে পারলে তা–ও জানিয়ে দিতে হবে।

৪) শ্রদ্ধাশীল হতে হবে

ভাল লাগে বা ভালোবাসেন বলে কখনই নিজের সীমা অতিক্রম করা উচিত নয়। সঙ্গীকে যথাযথ সম্মান করতে হবে। সম্মান ছাড়া কোনও সম্পর্কেরই সুন্দর সমাপ্তি ঘটে না।

৫) বিশ্বাসযোগ্য হয়ে উঠতে হবে

যাকে ভাল লাগে, তার বিশ্বাস অর্জন করতে হবে। বিশ্বাস অর্জন করতে না পারলে, ভাল লাগা বা ভালবাসা, কোনও কথাই বলা হয়ে উঠবে না। উল্টো দিকের মানুষটি যে আপনার কথায় বিশ্বাস রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন, তেমন আশ্বাস আপনাকেই দিতে হবে।

এই জড়তাগুলো যদি আপনার মধ্যে থাকে, আজই দূর করে বলে ফেলুন মনের কথা।

এস/ আই. কে. জে/ 

ক্রাশ মনের কথা মনের মানুষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250