শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আত্মসমর্পণ করছেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৪ পূর্বাহ্ন, ২২শে আগস্ট ২০২৩

#

ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

২০২০ সালের নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের ভোটের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২১ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ট্রাম্প। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আপনি বিশ্বাস করতে পারবেন? আমি আগামী বৃহস্পতিবার জর্জিয়ার আটলান্টায় যাচ্ছি গ্রেফতার হতে।’ 

আটলান্টার একজন বিচারক যিনি ট্রাম্পের মামলা তদারক করছেন, তিনি তার জামিন ২ লাখ ডলার নির্ধারণ করেছেন। 

গত ১৫ আগস্ট জর্জিয়ার ফালটন কাউন্টির গ্র্যান্ড জুরি ট্রাম্পসহ ১৯ জনের বিরুদ্ধে ৪১টি অভিযোগ আনেন। এর মাধ্যমে চলতি বছরে ট্রাম্প চতুর্থবারের মতো ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হন।

তবে ট্রাম্প তার বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগ আনা হলে ফালটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফ্যানি ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেন এবং গত ১৫ আগস্ট ট্রাম্পকে নতুন অভিযোগে অভিযুক্ত করেন।

এম.এস.এইচ/


ডোনাল্ড ট্রাম্প

খবরটি শেয়ার করুন