সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আব্দুল হাসিবের কণ্ঠে যত ইসলামি গান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৩

#

ইসলামি সংগীত জগতে পরিচিত মুখ কিশোর শিল্পী আব্দুল হাসিব বিন ইদ্রিস। নিজের বেশ কয়েকটি গান গেয়ে জনপ্রিয় হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার শ্রোতা আছেন। বর্তমানে কাজ করছেন দেশের জনপ্রিয় ইসলামিক সাংস্কৃতিক সংগঠন হ্যাভেন টিউনে।

শৈশব থেকেই বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে গান গাইলেও শিল্পী আব্দুল হাসিব বিন ইদ্রিসের প্রতিভার বিকাশ ঘটে হ্যাভেন টিউনে এসে।

এ পর্যন্ত তার প্রকাশিত সংগীত হলো- বারে বারে পথ ভুলি, তুমি এসেছ বলে, দিন যায় দিন আসে, রাসূলে মুহাম্মাদ ইত্যাদি। এছাড়াও তিনি উদাস মনে রঙিন দোলা, সাদা কাফন, বিজয়, কুরবানি, ঈদ মুবারাক গানগুলো গেয়েছেন। শিল্পী আব্দুল হাসিব বিন ইদ্রিস আরবি উর্দু ও ইংরেজি গান গেয়েও বেশ প্রশংসা কুড়িয়েছেন।

জনপ্রিয় সঙ্গীতশিল্পী গাজী আনাস রাওশানের মাধ্যমে আব্দুল হাসিব বিন ইদ্রিস যোগ দেন হ্যাভেন টিউনে। সেখান থেকেই তার উত্থান। একে একে এই পর্যন্ত তিনি গেয়েছেন মোট ১৫ টির বেশি ইসলামি সঙ্গীত। ইউটিউব ও ফেসবুক ছাড়াও ৩০০ টিরও বেশি অডিও এবং ভিডিও প্লাটফর্ম এ রয়েছে তার গান।

আব্দুল হাসিব বিন ইদ্রিস সুখবরকে বলেন, ‘ইসলামি সঙ্গীত হলো আমার ভালো লাগার একটি জায়গা। মৃত্যুর আগ পর্যন্ত আমি ইসলামি গান গেয়ে মানুষকে ইসলামের প্রতি দাওয়াত দিতে চাই।’

ওআ/

সংগীত শিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন